মেসি-রামোসই নন, পিএসজি ছাড়ছেন দলটির কোচও

গণমাধ্যমে এতদিন আলোচ্য বিষয় ছিল মেসি ও নেইমারের পিএসজি ছাড়া নিয়ে। খুব একটা আলোচনাতে না থাকলেও গতকাল পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন সার্জিও রামোস। স্প্যানিশ এই তারকার বিদায়ের ঘোষণা দিতেই এবার খবর এলো, পিএসজি ছাড়ছেন দলটির কোচ ক্রিস্টোফে গালতিয়েরও।
দিন দুয়েক আগেই যিনি লিওনেল মেসির পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষনাটা দিয়েছিলেন। এবার নিজেই জানালেন পিএসজির কোচ হিসেবে আর থাকছেন না তিনি। ক্লারমন্তের বিপক্ষে শনিবারের ম্যাচটিই হবে গালতিয়ের শেষ ম্যাচ।
যদিও গালতিয়েরের বিষয়টি ভিন্ন। স্বেচ্ছায় বিদায় নিচ্ছেন না এই ফরাসি কোচ। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানাচ্ছে, শুক্রবার পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফিকে সঙ্গে নিয়ে ফ্রেঞ্চ ওপেনের ম্যাচ দেখেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। দুজনের আলোচনায় গালতিয়েরকে সরানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। পিএসজির চেয়ারম্যান খেলাইফি হলেও মূল মালিক শেখ তামিমই।
ক্রিস্টোফে গালতিয়ের পিএসজিকে লিগ ওয়ান শিরোপা জিতিয়েছেন। রেকর্ড ১১টি লিগ শিরোপা ঘরে তুলেছে প্যারিসের দলটি। কিন্তু পিএসজি'র কাছে এটা কোন সাফল্যই নয়! কারণ কাতারে অর্থে চলা দলটি ছুটছে চ্যাম্পিয়ন্স লিগের পেছনে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলা কোচ টমাস টুখেলকে পর্যন্ত ছাঁটাই করেছে পিএসজি। মাউরিসিও পচেত্তিনো পর্যন্ত টিকতে পারেননি এক মৌসুমের বেশি। সেখানে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ায় গালতিয়েরের ওপর থেকে আস্থা সরিয়ে নিয়েছে পিএসজি।
লেকিপের প্রতিবেদনে জানা গেছে, ইতোমধ্যে নতুন কোচের সন্ধান শুরু করেছে পিএসজি। কাতারি মালিকানাধীন ক্লাবটি এখন হোসে মরিনহোসহ একাধিক কোচকে নিয়ে ভাবছে।
এমএসএম / এমএসএম

আর দেখা যাবে না ‘আগ্রাসী’ কোহলিকে!

২য় প্রস্তুতি ম্যাচে থাকবেন সাকিব?

মেসির মৌসুম কি তবে শেষই হয়ে গেল?

সাকিববিহীন বাংলাদেশের দাপুটে জয়

ইনজুরিতে প্রস্তুতি ম্যাচে ছিটকে গেলেন সাকিব

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দুপুরে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

সাকিব-তামিমের সম্পর্ক নিয়ে পাপনের মন্তব্যে নাখোশ সাকিব

তামিমকে টিমম্যানই মনে করেন না সাকিব

বিশ্বকাপ খেলতে বিকেলে দেশ ছাড়ছে বাংলাদেশ দল

গত কয়েক দিনে কী ঘটেছে, মুখ খুলছেন তামিম

বিশ্বকাপের দল ঘোষণা, বাদ তামিম আছেন মাহমুদউল্লাহ
