পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন রামোস

শুধু লিওনেল মেসিই নন। চলতি মৌসুম শেষে ফরাসি ক্লাব পিএসজি ছাড়বেন স্প্যানিশ তারকা সার্জিও রামোসও। গণমাধ্যমে এতদিন আলোচ্য বিষয় ছিল মেসি ও নেইমারকে ঘিরে, খুব একটা আলোচনাতেও ছিলেন না রামোস। গতকাল রাতে আকস্মিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন এই স্প্যানিশ তারকা। রামোসের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে বিদায়ী বার্তা দিয়েছে পিএসজিও।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিদায়ের খবর নিশ্চিত করে রামোস লিখেছেন, 'আগামীকালের (আজ) দিনটি আমার জন্য বিশেষ। কাল (আজ) আমি জীবনের আরেকটি অধ্যায়কে বিদায় জানাব। বিদায় বলব পিএসজিকে।'
রামোস লিখেছেন, 'আমি জানি না কতগুলো জায়গাকে আপনি ঘর বলে উল্লেখ করতে পারেন। কিন্তু কোনো সন্দেহ ছাড়াই পিএসজি, এর সমর্থকেরা এবং প্যারিস আমার সেসব ঘরের একটি। বিশেষ দুটি বছরের জন্য আপনাদের ধন্যবাদ। এ সময় আমি সব কটি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছি এবং নিজেকে উজাড় করে দিয়েছি। আমি এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হব। আমি নতুন কোনো রং গায়ে চড়াব।'
সামাজিক যোগাযোগ মাধ্যমে রামোসকে শুভকামনা জানিয়ে পিএসজি লিখেছে, 'এতদিন প্যারিস সেইন্ট জার্মেইয়ের সঙ্গে সের্হিও রামোস যুক্ত থাকায় আমরা আনন্দিত। রামোস তার ভবিষ্যতের জন্য যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি আমরা আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছি। তার বাকি ক্যারিয়ারের জন্য শুভ কামনা রইলো'
রামোসকে বিদায় জানিয়ে পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি বলেছেন, 'রামোসের নেতৃত্ব, দলীয় চেতনা এবং পেশাদারত্বের সঙ্গে অভিজ্ঞতা মিলে সর্বোচ্চ স্তরে অবস্থান করছে। এটা তাকে সত্যিকার অর্থে ফুটবল কিংবদন্তিতে পরিণত করছে। তাকে প্যারিসে পাওয়া গৌরবের ব্যাপার ছিল।'
রামোসের পরবর্তী গন্তব্য কোথায় হবে, এখনো তা নিশ্চিত নয়। তবে দলবদল বিশেষজ্ঞ ও সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, এরই মধ্যে সৌদি আরবের ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন তিনি।
এমএসএম / এমএসএম

আর দেখা যাবে না ‘আগ্রাসী’ কোহলিকে!

২য় প্রস্তুতি ম্যাচে থাকবেন সাকিব?

মেসির মৌসুম কি তবে শেষই হয়ে গেল?

সাকিববিহীন বাংলাদেশের দাপুটে জয়

ইনজুরিতে প্রস্তুতি ম্যাচে ছিটকে গেলেন সাকিব

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দুপুরে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

সাকিব-তামিমের সম্পর্ক নিয়ে পাপনের মন্তব্যে নাখোশ সাকিব

তামিমকে টিমম্যানই মনে করেন না সাকিব

বিশ্বকাপ খেলতে বিকেলে দেশ ছাড়ছে বাংলাদেশ দল

গত কয়েক দিনে কী ঘটেছে, মুখ খুলছেন তামিম

বিশ্বকাপের দল ঘোষণা, বাদ তামিম আছেন মাহমুদউল্লাহ
