ঢাকা বৃহষ্পতিবার, ৮ জুন, ২০২৩

দর্শনা উজলপুরে ছোট ভাইয়ের হাসুয়ার আঘাতে বড় ভাই গুরুতর আহত


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ২৭-৫-২০২৩ দুপুর ১১:৪৮

দর্শনা উজলপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলার আঘাতে বড় ভাই  মারাত্মক আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত হাতেম আলী (৫০) গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছে। উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর (উত্তরপাড়া) গ্রামে শুক্রবার (২৬ মে) সকাল ৭ টার দিকে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আহত হাতেম। ভুক্তভোগি পরিবারের অভিযোগ সুত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিনে গ্রামের আজগার আলীর ছেলে আইতুল হক ছটাংগার মাঠে গেমি বিক্রি করার জন্য জমিতে গেমি তুলছিলো। এসময় হাতেম আইতুলকে জিজ্ঞাসা করে গেমি কতো টাকা দরে বিক্রি করেছে। আইতুল তার প্রশ্নের জবাবে বলে ৭ টাকা পিচ দরে বিক্রি করা হয়েছে। এসময় হাতেম বলে যে গেমির দাম ঠিকই বেশি আছে কিন্তু এখানে দালাল ভিড়ে গেছে এজন্য দাম পাওয়া যাচ্ছে না। একথা বলা মাত্র পাশেই  থাকা হাতেমের ছোট ভাই রাজ্জাক শুনে ফেলে হাতেম দালাল শব্দ ব্যবহার করাই তার ছোট ভাই রাজ্জাক প্রতিবাদ করে সে মনে করে তাকে দালাল বলেছে এই নিয়ে তার বড় ভায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজ্জাক তার বড় ভাই হাতেমকে হাসুয়ার উল্ট পিট দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। এসময় তার চিৎকারে গ্রামের গাজী রহমানের ছেলে জাহাঙ্গীর আলম ও আলী হোসেনের ছেলে সাইদুল ছুটে আসে। আহত হাতেমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেই। সেখানে চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসে এবং এঘটনায় দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে সরজমিনে যেয়ে প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে চাইলে তিনারা জানান অভিযুক্ত রাজ্জাক একজন দুর্দান্ত মারহাট্টা প্রকৃতির লোক ছোট খাটো বিষয় নিয়ে মানুষের সঙ্গে গন্ডগোল করে, এমনকি তার পরিবারের সাবাইকে মারধর করে। এর আগেও বাবা- মা সহ তার মেঝো ভায়ের বউকে মারধর করে আহত করে। সে ঘটনায় এখনো মামলা চলমান রয়েছে। এবিষয়ে রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার ভায়ের সাথে দির্ঘদিন বিরোধ চলে আসছিলো। আমি আমার গেমি বিক্রি করার জন্য ব্যাপারি নিয়ে এসেছি কিন্তু আমার বড় ভাই আমাকে দালাল বলার কথা জিজ্ঞেস করার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আমারও হাতে আঘাত লাগে এতে আমিও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে এসেছি। এবং আমি দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। 

এমএসএম / এমএসএম

আগামীতে রাজশাহীকে আরো সুন্দর-কর্মচঞ্চল শহর হিসেবে গড়ে তুলতে চাই :লিটন

বন্দর আমিনে নানা অপকর্মের হোতা প্রতারণার মামলায় গ্রেপ্তার রানা

ওগো লগে আমার বাবার কোন ঝামেলা ছিলো না তাহলে কিল্লাইগা আমার বাবারে মারলো

নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণ সুন্দরবন থেকে ৭নৌকাসহ ১৮ জেলে আটক

জুড়ীর তিন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

কক্সবাজার জেলা যুবলীগের সেক্রেটারিকে অব্যাহতি ও কমিটি বিলুপ্ত

পাবনায় বিএনপির মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলা

খুলনা জেলা বিএনপি ওজোপাডিকো বরাবর স্মারকলিপি প্রদান করেছে

বাঁশখালীতে বসতঘর ভাংচুর লুটপাট জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা

মিরসরাইয়ে কমিউনিটি পুলিশং এর ওপেন হাউস ডে পালিত

কালিয়াকৈরে তীব্র গরমে হিট স্ট্রক করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে চট্টগ্রামে বিদ্যুৎ ভবনে বিএনপির অবস্থান কর্মসূচি