পিরোজপুরে পুলিশের বাঁধা উপেক্ষা করে জেলা বিএনপির সমাবেশ

news paper

অমিত বিশ্বাস, পিরোজপুর

প্রকাশিত: ২৬-৫-২০২৩ বিকাল ৫:৪২

12Views

গায়েবী মামলা,নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির  প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে  পুলিশের বাঁধা উপেক্ষা করে সমাবেশ করেছে জেলা  বিএনপি। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায়  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজনে শহরের বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর আগে জেলার বিএনপির নেতারা অভিযোগ করেন পুলিশ তাদের নেতা-কর্মীদের সামবেশে আসতে বাঁধা দিচ্ছে। পরে পুলিশের বাঁধা উপক্ষো করে দলীয় কার্যালয়ের সমানে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে  এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র সঞ্চালনায়  বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান, জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাইদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। 
 এ সময় বক্তারা বলেন, সরকার লুটের রাজ্য গড়ে তুলেছে। তাদের লক্ষ্য হচ্ছে সবকিছুকে নিয়ন্ত্রণ করে আবারও একদলীয় শাসন কায়েম করা। আমরা সেটা হতে দেব না। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। আজকে জনগণ জেগে উঠেছে। সুশীল সমাজের প্রতিনিধিরা জেগে উঠেছে। এমনকি গণমাধ্যমও ভূমিকা রাখছে।


আরও পড়ুন