পাঁচবিবিতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ৩:২০
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজারে সাততারা ক্ষুদ্র সমবায় সমিতির নামে চড়াসুদে ঋণ বিতরণ ও সমিতির প্রধান সেজে জনৈক গোলাম মোস্তফাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা প্রচার করা হয়। এ ঘটনার প্রতিবাদে শনিবার (৩১ জুলাই) দুপুরে সমিতির নিজ কার্যলয়ে সংবাদ সম্মেলনের করেন সমিতির সভাপতিসহ কমিটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সভাপতি ছাইদুল ইসলাম বলেন, রমজান আলী নামে এক সদস্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কিছুদিন পূর্বে দেড় লাখ টাকা ঋণ গ্রহণ করেন। ঋণ নেয়ার পর থেকে সে কিস্তি প্রদানে অনিয়মিত। মাঠকর্মী কিস্তি আদায়ে তার কাছে গেলে সে বিভিন্ন অজুহাতে টালবাহানা করে। ঋণ পরিশোধের কথা বললে সে রাগান্বিত হয়ে অস্বীকৃতি জানায়। একপযার্য়ে সমিতির ক্ষতিসাধনের লক্ষ্যে সে বিভিন্ন মহলে মিথ্যা অভিযোগে লিপ্ত রয়েছে। রমজান আলী ও তার ভাড়াটিয়া লোকেরা বর্তমানে সমিতির সভাপতি/সম্পাদককে বিভিন্ন প্রকার প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় আমরা আতংকে ও নিরাপত্তাহীনতায় রয়েছি।
তিনি আরো বলেন, সমবায় সমিতির আইন ও বিধিমোতাবেক ১৫% সুদে প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ঋণ পরিচালনা করলেও গত ২৯ জুলাই ইলেকট্রনিক মিডিয়ায় ২৫% সুদে ঋণ দেয়া হয় বলে প্রচারণা চালায়। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছে সমিতি।
সংবাদ সম্মেলনের বিষয়ে রমজান আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সমিতির লোকজন আমার নামে যে অভিযোগ করছে তা মিথ্য।