মেসিকে বার্সেলোনায় চান লেভানডফস্কি

লিওনেল মেসি যদি বার্সেলোনায় ফেরেন, মাঠের ফুটবলে সবচেয়ে বড় ‘ক্ষতি’ কার হতে পারে?
সাধারণত যেখানে মেসি, সেখানেই প্রচারের আলো। মেসি থাকলে অন্যদের আলোচনায় উঠে আসা কঠিন। ক্লাবের বিজ্ঞাপনের প্রধান মুখও তিনিই। কোনো কোনো ক্ষেত্রে দলগত সাফল্যে মেসির অবদানই মনোযোগ পায় বেশি। সব মিলিয়ে কারও কারও ধারণা, মেসি বার্সেলোনায় ফিরলে বড় ‘ক্ষতি’টা হবে রবার্ট লেভানডফস্কির। বার্সেলোনার প্রধান মুখ থেকে নেমে যেতে হবে দ্বিতীয় স্থানে। এই অর্থে মেসি বার্সায় ফিরলে লেভানডফস্কির প্রধান প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কই।
প্রধান প্রতিদ্বন্দ্বী হলেও মেসিকে বার্সেলোনায় চান লেভানডফস্কি। কাতালান ক্লাবটিতে মেসির সঙ্গে খেলতে চান বার্সার পোলিশ ফরোয়ার্ড। প্রতিদ্বন্দ্বী তো নয়ই, বরং খেলার ধরনের কারণে মেসিকে মনে করছেন সেরা সহযোগী। ৩৪ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার তাই সোজাসাপটাই বললেন, ‘বার্সেলোনায় আমি মেসির সঙ্গে খেলতে চাই।’
মেসি বার্সেলোনা ছেড়েছিলেন ২০২১ সালের আগস্টে। পিএসজির সঙ্গে তাঁর দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে জুনে। ক্লাব কর্তৃপক্ষ ও সমর্থকদের সঙ্গে দূরত্বসহ নানা কারণে প্যারিসে আর থাকা হচ্ছে না মেসির। সম্ভাব্য গন্তব্য হিসেবে সৌদি আরবের আল–হিলাল ও যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির পাশাপাশি বার্সেলোনার নামও উচ্চারিত হচ্ছে। কাতালান ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তাসহ পরিচালনা পর্ষদের অনেকে মেসিকে ফেরাতেও চান।
এদিকে, লেভানডফস্কি বার্সেলোনায় যোগ দেন ২০২২-২৩ মৌসুমে। বায়ার্ন থেকে এসে প্রথম বছরই জিতেছেন লা লিগা, যেখানে তাঁর একার অবদান ৩১ ম্যাচে ২২ গোল।লেভানডফস্কির মনে হচ্ছে, সামনের মৌসুমে আরও বেশি গোল করতে পারবেন। মেসি ফিরলে যা আরও সহজই হবে বলে মন্তব্য তাঁর, ‘আমি তাঁর (মেসি) সঙ্গে এখানে খেলতে চাই। গত কয়েক বছরে তিনি খেলার ধরনে বদল এনেছেন। তাঁর মতো করে ফুটবলটাকে গভীরভাবে বোঝেন, এমন একজনের সঙ্গে খেলাটা সহজ।’
লেভা বার্সেলোনায় কাটানো এক বছর ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলেন পোল্যান্ডের ম্যাচিকির সম্পাদক টমাস ভ্লোদারজিকের সঙ্গে। সাতবারের ব্যালন ডি’অরজয়ী আর্জেন্টাইন তারকাকে নিয়ে লেভানডফস্কি বলেন, ‘মেসি তাঁর খেলায় বিবর্তন ঘটিয়েছেন। তিনি ভাবেন ভিন্নভাবে, মাঠে অবস্থান নেন ভিন্নভাবে, খেলেনও ভিন্নভাবে। খেলার গতিবিধি ভালো বুঝতে পারেন, যেটা বার্সেলোনা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে।’
বার্সেলোনায় ফিরলে মেসি হয়তো আক্রমণভাগের সামনের দিকে খেলতে পারেন, এমন প্রসঙ্গ উঠলে লেভানডফস্কি সরাসরি জবাব দেননি, ‘এটা আপনি জাভিকে (বার্সা কোচ) জিজ্ঞেস করুন।’ বায়ার্ন মিউনিখের হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতা লেভানডফস্কি ২০২৫-২৬ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ।
এমএসএম / এমএসএম

১০৩ মিলিয়নে রিয়াল মাদ্রিদে বেলিংহ্যাম

কারো বেতন কেটে, ক্লাব ছাড়া করে ফিরতে চাইনি: মেসি

ম্যারাথনে বিজয়ী মিয়ামি, মেসির নতুন ঠিকানা চূড়ান্ত

মিরপুরে অনুশীলনে সাকিব

এশিয়া কাপ নিয়ে বাংলাদেশের ওপর ক্ষেপলেন আফ্রিদি

আল হিলালকে এক বছর অপেক্ষা করতে বললেন মেসি

বেনজেমার রিয়াল ছাড়ার বিষয়ে যা বললেন আনচেলত্তি

বিষাদে বিদায় মেসির, খেসারত দিল পিএসজি

সিডনি টেস্ট দিয়ে জানুয়ারিতে অবসর নিতে চান ওয়ার্নার

যেদিন মেসির সঙ্গে চুক্তির ঘোষণা দিতে চায় আল হিলাল

মেসি-রামোসই নন, পিএসজি ছাড়ছেন দলটির কোচও

পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন রামোস
