ওমেন এন্টারপ্রেনার অর্গানাইজেশন

দেশীয় পণ্যের মেলা

news paper

তানভীর সানি

প্রকাশিত: ২০-৫-২০২৩ দুপুর ৪:৩৮

14Views

উদ্যেক্তাদের অনলাইন সংগঠন ওমেন এন্টারপ্রেনার অর্গানাইজেশন এর আয়োজনে ২১ মে রাজধানী উত্তরার হোয়াইট হলে শুরু হচ্ছে উদ্যেক্তাদের পণ্য মেলা- শপিং কার্নিভাল ২০২৩। উদ্বোধন করবেন সংগঠনের প্রতিষ্ঠাতা রোয়েনা আক্তার। শপিং কার্নিভালে অংশ নিবেন অর্ধ শতাধিক উদ্যোক্তা। এটি এ সংগঠনের আয়োজনে ১৪ তম মেলা। মেলায় ভিন্ন ভিন্ন পণ্য নিয়ে মোট স্টল থাকবে ৩০টি। অনলাইন ভিত্তিক এ সংগঠনের সাথে যুক্ত আছেন সারাদেশের প্রায় ১ লক্ষ ৪২ হাজার উদ্যোক্তা সদস্য। এবারের মেলা চলবে ২৫ মে পর্যন্ত। মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। কোনো প্রবেশ মূল্য নেই। মেলায় পুরনো উদ্যোক্তাদের পাশাপাশি নতুন অনেক উদ্যোক্তার পণ্য থাকবে। তবে মেলায় পণ্য নিয়ে নতুন কেউ অংশ নিতে চাইলে অবশ্যই দেশীয় পন্যের উদ্যোক্তা হতে হবে। শপিং কার্নিভাল ২০২৩ এর আয়োজক রোয়েনা আক্তার বলেন- ‘আমাদের সংগঠনের একটি স্লোগান হলো "আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন ফলাই " এটার মানে হলো আমরা যে যেই কাজ করছি বা স্বপ্ন দেখছি সেটির বাস্তবায়নও করছি।’ এবারের মেলা উপলক্ষে শ্লোগান হচ্ছে- ‘দেশীয় পণ্য কিনবো দেশের অর্থ দেশেই রাখবো।’’ দেশী পণ্যের উদ্যোক্তাদের উৎসাহিত করতে এরকম শ্লোগান নির্বাচন করা হয়েছে বলে জানান- রোয়েনা আক্তার।

 


আরও পড়ুন