৮ ওভারে আয়ারল্যান্ডের লক্ষ্যমাত্রা ১০৪

news paper

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৭-৩-২০২৩ বিকাল ৫:৩৫

5Views

ভালো খবর মিলেছে চট্টগ্রাম থেকে। বন্দর নগরীতে আপাতত বৃষ্টি নেই। ৫টা ৪০ মিনিটে শুরু হবে খেলা। তবে বৃষ্টিতে কমেছে ম্যাচের দৈর্ঘ্য। আয়ারল্যান্ডের সামনে এখন লক্ষ্য মাত্রা ৮ ওভারে ১০৪ রানের। ম্যাচ প্রস্তুত করতে পুরোদমে কাজ করছেন গ্রাউন্ডস স্টাফরা। 

ম্যাচে ফলাফল পেতে অন্তত ৫ ওভার খেলতে হলে ম্যাচ শুরু করতে হবে ৫টা ৪৮ মিনিটের আগে। আর ৫ ওভারে খেলা হলে আয়ার‌ল্যান্ডের লক্ষ্য দাঁড়াবে ৬৯ রান।

বৃষ্টির হানার আগে লিটন-রনিদের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ১৯ দশমিক ২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ২১৫ রান। 

আজ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে নেমে একটি রেকর্ডও গড়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাটিতে ম্যাচ খেলার সেঞ্চুরি করেছে টাইগাররা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ শুরু হয় ২০০৬ সাল থেকে। শুরু থেকেই বাংলাদেশ দল ক্রিকেটের ছোট এই ফরম্যাট খেলে আসছে। তবে কখনো দাপটের সাথে নিজেদের মেলে ধরতে পরেনি। তবে ক্রিকেটের মারকাটারি এই ফরম্যাটে বাংলাদেশ খেলে ফেলেছে ১৪৮ টি ম্যাচ।


আরও পড়ুন