বাংলাদেশের স্বাধীনতা দিবসে চীনা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা

news paper

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭-৩-২০২৩ দুপুর ৩:৩২

5Views

২৬ মার্চ চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশের স্বাধীনতার ৫২তম বার্ষিকীতে অভিনন্দন জানিয়ে সেদেশের রাষ্ট্রপতিকে একটি অভিনন্দন বার্তা পাঠান।
 
বার্তায় তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, বাংলাদেশে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক উদ্যোগ সমৃদ্ধ হচ্ছে, ‘সোনার বাংলাদেশ’ গড়ার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।  
 
তিনি বলেন, চীন-বাংলাদেশ বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং সময়ের সাথে সাথে তা আরও শক্তিশালী হবে। বর্তমানে দুই দেশের মধ্যে পারস্পরিক রাজনৈতিক আস্থা দৃঢ় এবং বিভিন্ন খাতে দু'দেশের সহযোগিতাও সামনে এগিয়ে যাচ্ছে। 
 
সি চিন পিং বলেন, তিনি চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেন এবং দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান।
 
একই দিনে চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি অভিনন্দনবার্তা পাঠান।
সূত্র: ছাই ইউয়ে, চায়না মিডিয়া গ্রুপ।

আরও পড়ুন