সিএমজি ও রাশিয়ান সংবাদপত্রের মধ্যে সহযোগিতা স্মারক স্বাক্ষরিত

news paper

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩-৩-২০২৩ বিকাল ৫:৪৬

8Views

২২ মার্চ চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রাশিয়া সফরকালে চীনের কমিউনিস্ট পার্টির উপ-প্রচারমন্ত্রী ও সিএমজির প্রধান শেন হাইশিয়োং ও রাশিয়ান সংবাদপত্রের প্রধান পাভেল নেগোইৎসা মস্কোয় ‘সিএমজি ও রাশিয়ান সংবাদপত্রের সহযোগিতামূলক সমঝোতা স্মারক’ স্বাক্ষর করেন।
 
স্মারক অনুসারে, সিএমজি ও রাশিয়ান সংবাদপত্র সুষ্ঠু সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবে। এ লক্ষ্যে দু’পক্ষ সহযোগিতামূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করে তথ্য বিনিময়, যৌথ জার্নাল, ব্যক্তি-প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা গড়ে তুলবে। 
 
দু’দেশের সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা এবং মানুষে-মানুষে বন্ধন বাড়ানো এবং নতুন যুগে চীন-রাশিয়া সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের জন্য শক্তিশালী অবদান রাখার সিদ্ধান্ত নিয়েছে দু’পক্ষ। 
 
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে নেগোইৎসা রাশিয়ান সংবাদপত্রের পক্ষ থেকে সিএমজিকে তার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানান। পাশাপাশি, তিনি সিএমজি’কে দেশটিতে দু’পক্ষের যৌথ প্রকাশ করা রুশ ভাষার ম্যাগাজিনের দশম বার্ষিকী স্মরণ সংস্করণ উপহার দেন।
সূত্র: প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ

আরও পড়ুন