চট্টগ্রামে শাহ মাওলানা আবদুল হাই (রা) স্মৃতি সংসদের হিফজুল কুরআন প্রতিযোগিতা

news paper

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৯-৩-২০২৩ বিকাল ৬:৫১

42Views

পীরে কামেল রাহনুমায়ে শরীয়ত ও ত্বরীকত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আবদুল হাই (রা) পীর খুটাখালী এর হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকাল ১০ টা থেকে প্রতিযোগিতা শুরু করে দুপুর নাগাদ শেষ করা হয়।  খুটাখালী হাফেজ আবদুল হাই (রাহঃ) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় ইউনিয়নের গর্জনতলী পীর বাড়ি মসজিদে আয়োজিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ডুলাহাজারা আরবিয়া মারুফিয়া আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ মিজবাহ উদ্দীন ও ডুলাহাজারা বৈরাগিরখীল তাহফিজুল কোরআন হাফেজখানার শিক্ষক মোহাম্মদ ইসলাম বাহাদুর।
উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পীরে কামেল মাওলানা মোহাম্মদ দিদারুল আলম, বিশেষ অতিথি হাফেজ ওমর ফারুক, অ্যাডভোকেট হুমায়ুন কবির।  স্মৃতি সংসদের সভাপতি আবদুল্লাহ সাঈদীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দেলোয়ার  হোসাইনের সঞ্চালনায় প্রতিযোগিতায় ইউনিয়নের বিভিন্ন হাফেজখানার ১০ জন ছাত্র অংশ গ্রহন করেন। এতে ১ম/২য়/৩য় স্থান অধিকারীকে আগামী ১৫ রমজান ইফতার মাহফিলে পুরস্কৃত করা হবে বলে আয়োজক সুত্রে জানা গেছে।  এসময় সংসদের সহ সভাপতি আবদুল মান্নান, সহ সাধারন সম্পাদক নাইম সাজু, অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, প্রচার সম্পাদক রেজাউল করিম, সহ প্রচার সম্পাদক রিদুয়ান সাঈদ, ধর্ম সম্পাদক আবদুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আরফাতুল ইসলাম, সদস্য মইন উদ্দীন, মোহাম্মদ বেলালসহ বিভিন্ন হেফজখানা থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগীতায় ১ম  স্থানে  মোহাম্মদ সাইফুল ইসলাম, শাহিন মোস্তাফা, মোহাম্মদ মোমতাহিন নবীসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন।  


আরও পড়ুন