বশেমুরবিপ্রবির নতুন জমি অধিগ্রহণে শিক্ষকদের আশ্বস্ত করলেন সংসদ সদস্য শেখ সেলিম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রস্তাবিত আইসিটি পার্ক থেকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নতুন জমি অধিগ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে গোপালগঞ্জ-০২ আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি।
বৃহ:স্পতিবার সন্ধ্যায় শিক্ষক সমিতির সকল সদস্যসহ পঁচিশজন শিক্ষকের একটি প্রতিনিধি দল এই সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শেখ ফজলুল করিম সেলিমের সমর্থন প্রত্যাশা করেন। সেই সাথে আইসিটি পার্ক স্থাপনের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় আরও ২০-৩০ একর জমি অধিগ্রহণের জন্য তাঁর আন্তরিক সহায়তা চেয়েছেন।
বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি সূত্রে জানা যায়, সংসদ সদস্য শেখ সেলিম বিশ্ববিদ্যালয়ের জায়গা অধিগ্রহণসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
তিনি শিক্ষক সমিতিকে জানান, বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রথম থেকেই অনেক কষ্ট করেছেন। স্থানীয় জনগণের ভাগ্য উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজসহ অবকাঠামোগত বিভিন্ন উন্নয়নে ভূমিকা রেখেছেন। গোপালগঞ্জের রাস্তা-ঘাট ও আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা বাড়াতে চেষ্টা করেছেন। এসবই করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শিতাকে আদর্শ মেনে।
বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণকে সময়ের অন্যতম দাবি হিসেবে উল্লেখ করে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের প্রয়োজনীয়তা বরাবরই অনুভব করেছি। এখনও করি। এটি নিশ্চয়ই বাস্তবায়ন করা হবে বলে উপস্থিত শিক্ষকগণকে আশ্বস্ত করেন তিনি।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে কিনা জানতে চাওয়ার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় আবাসন ব্যবস্থাসহ আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধির ব্যাপারেও ইতিবাচক মনোভাব পোষণ করেছেন।
এর আগে, বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি আইসিটি পার্ক স্থাপন প্রসঙ্গে উপাচার্য বরাবর কয়েকটি দাবি উত্থাপন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। দাবিগুলোর মধ্যে রয়েছে আইসিটি পার্কের অবস্থানে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত অডিটোরিয়াম ও অন্যান্য স্থাপনাসমূহ কোথায়, কীভাবে এবং কতদিনের মধ্যে স্থানান্তরিত করে অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে তা নিশ্চিত করা, উক্ত আইসিটি পার্কের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের স্বার্থের সাথে সুসমন্বয় করে পরিচালিত হবে এবং এ ব্যাপারে সুস্পষ্ট সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, এই স্থাপনা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিচ্ছিন্ন কোনো অবকাঠামো হিসেবে নয় বরং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক সুনিয়ন্ত্রিত ও এর স্বার্থের সাথে সংগতি রেখে পরিচালিত হবে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আইসিটি পার্ক স্থাপনের বিনিময়ে দ্রুত সময়ের মধ্যে বশেমুরবিপ্রবি ন্যূনতম ২০ একর জমি অধিগ্রহণ করবে এবং বঙ্গবন্ধু'র ম্যুরালের পাশে উক্ত আইসিটি পার্ক স্থাপন যাতে ম্যুরালটির সৌন্দর্য কোনোভাবেই বিনষ্ট না করে তা নিশ্চিত করবেন।
এছাড়া, একই বিষয়ে উপাচার্য বরাবর সাধারণ শিক্ষার্থীরা ৬ দফা দাবি তুলে ধরেছেন এবং কর্মকর্তা সমিতি বিজ্ঞাপ্তির মাধ্যমে তাদের দাবিসমূহ জানিয়েছেন। শিক্ষার্থী ও কর্মকর্তাদের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আইসিটি পার্ক নির্মিত হলে নতুন সম্ভাবনা তৈরি করবে তবে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এই পার্কের পূর্ণ নিয়ন্ত্রণ বিশ্ববিদ্যালয়ের থাকতে হবে এবং প্রধানমন্ত্রী অনুমোদিত মাস্টারপ্ল্যান বাস্তবায়নসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদৈর প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিতে দ্রততম সময়ে ২০-৩০ একর ভূমি অধিগ্রহন করতে হবে।
প্রসঙ্গত, ১৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নলেজ পার্ক গোপালগঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের উপর হামলা, আহত ৫

ববিতে 'সংবাদপত্রে শহীদ আবদুর রব সেরনিয়াবাত' শীর্ষক প্রদর্শণীর উদ্বোধন

দ্রুত নতুন বর্ষের ভর্তি কার্যক্রম শুরুর দাবি ইবি শিক্ষক সমিতির

পবিপ্রবি'তে 'ম্যানেজমেন্ট ডে' উপলক্ষে ইফতার ও আলোচনা সভা

রাবিতে হলের ডাইনিং-ক্যান্টিনে ‘নিরাপদ’ খাবারের দাবি

ওষুধ ছাড়াই চলছে বশেমুরবিপ্রবির চিকিৎসা কেন্দ্র

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি সোসাইটির যাত্রা শুরু

পবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

স্বাধীনতা দিবসে ছিন্নমূল মানুষের পাশে ভিলেজ ডক্টর ফাউন্ডেশন

নানা কর্মসূচির মধ্য দিয়ে হাবিপ্রবিতে স্বাধীনতা দিবস উদযাপন

স্বাধীনতা দিবসে ইবিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

শহীদদের প্রতি গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা
