ঢাকা মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

শেকৃবিতে শিশু ধর্ষণ চেষ্টা,আটক ১


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১৭-৩-২০২৩ রাত ৯:৫৯

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্টাপ কোয়ার্টার সংলগ্ন এলাকায় ৫ বছরের মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিম(২২) নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায়   বিশ্ববিদ্যালয়ের অবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে শেরেবাংলা নগর থানায়  মামলা করেন(মামলা নং-৩৩/১৩৯)।

অভিযোগকারী জানান, আসামীর বাসায় তার মেয়েকে কৌশলে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করার চেষ্টা করে। পরে শিশুটি ভীত হয়ে চিৎকার দিলে মেয়ের খালা দৌড়ে আসামীর বাসায় গিয়ে শিশুটিকে উদ্ধার করে।পরবর্তীতে জানাজানি হলে লোকজন জড়ো হয় এবং আসামী কে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

জানা যায়,অভিযুক্ত যুবক বিশ্ববিদ্যালয় স্টাফ কোয়ার্টার সংলগ্ন মুসলিম পাড়ায় ভাড়া থাকেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর ড. হারুন-উর-রশিদ বলেন, 'আমি মৌখিকভাবে জানতে পেরেছি। লিখিত কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ ছাড়া কোন ব্যবস্থা নিতে পারবো না। আর অভিযুক্ত যুবক আমাদের স্টাফদের কেউ না। তাকে সর্বোচ্চ পুলিশে দিতে পারি।'

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (তদন্ত) আব্দুস সবুর খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা গতকাল আজিম নামে এক যুবককে শিশু ধর্ষণচেষ্টায় বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আটক করেছি। তাকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আবাসিক এলাকাসহ শিক্ষার্থীদের মাঝেও। কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, তারা এ ঘটনায় উদ্বিগ্ন এবং তারা নিজদের নিরাপত্তা নিয়েও চিন্তিত। এর আগে বিশ্ববিদ্যালয়ের পুরাতন বিজনেস ফ্যাকাল্টির আশেপাশে কনডমসহ বিভিন্ন আপত্তিকর জিনিসের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। অভিযোগ আছে, সন্ধ্যার পর ক্যাম্পাসের বিভিন্ন অন্ধকার জায়গায় অশালীন কার্যক্রম প্রায়ই চলছে।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের উপর হামলা, আহত ৫

ববিতে 'সংবাদপত্রে শহীদ আবদুর রব সেরনিয়াবাত' শীর্ষক প্রদর্শণীর উদ্বোধন

দ্রুত নতুন বর্ষের ভর্তি কার্যক্রম শুরুর দাবি ইবি শিক্ষক সমিতির

পবিপ্রবি'তে 'ম্যানেজমেন্ট ডে' উপলক্ষে ইফতার ও আলোচনা সভা

রাবিতে হলের ডাইনিং-ক্যান্টিনে ‘নিরাপদ’ খাবারের দাবি

ওষুধ ছাড়াই চলছে বশেমুরবিপ্রবির চিকিৎসা কেন্দ্র

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি সোসাইটির যাত্রা শুরু

পবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

স্বাধীনতা দিবসে ছিন্নমূল মানুষের পাশে ভিলেজ ডক্টর ফাউন্ডেশন

নানা কর্মসূচির মধ্য দিয়ে হাবিপ্রবিতে স্বাধীনতা দিবস উদযাপন

স্বাধীনতা দিবসে ইবিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

শহীদদের প্রতি গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

ভয়াল 'কালোরাত' স্মরণে ইবি ছাত্রলীগের র‌্যালি ও প্রদীপ প্রজ্জ্বলন