অভয়নগরে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

news paper

মতিন গাজী, অভয়নগর

প্রকাশিত: ৪-৩-২০২৩ দুপুর ৩:৩০

45Views

যশোর অভয়নগরে মাছের ঘের থেকে রাশেদ (৩০) নামের এক ইজিবাই চালকের মরাদেহ উদ্ধার করছে অভয়নগর থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার ধোপাদি উলুর বটতলা আজিজুর রহমানের মাছের ঘের থেকে এ মরাদেহ উদ্ধার করা হয়।
নিহত রাশেদ ঝিকরগাছা উপজেলার গদখালি মাঠবাড়ি গ্রামের জসিম উদ্দিনের ছেলে। ঘের মালিক আজিজুর রহমান সরদার জানান,শুক্রবার আনুমানিক ১২টার দিকে তিনি তার নিজ ঘেরে মাছের খাবার দিতে যান। এ সময় ধোপাদি ডহরমশিহাটি সংযোগ সংলগ্ন ঘেরে জিন্স প্যান্ট ও কালো টি শার্ট পড়া গলায় ফাঁশ দেওয়া যুবকের লাশ ভেসে থালতে দেখেন তিনি,তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরাদেহ উদ্ধার করে।
ধোপাদি গ্রামের বাসিন্দা যশোর জেলা পারিষদের সদস্য আব্দুর রউফ মোল্ল্যা জানান,জিন্স প্যান্ট এবং কালো টি শার্ট পরা নিহত যুবকের গলায় চিকন রশি দিয়ে ফাঁশ দেয়া ছিল। ঘটনাস্থানের সামনের সড়কে প্রতিদিন সন্ধ্যার পরে বহিরাগত যুবকদের মোটরসাইকেল যোগে আনাগোনা দেখা যায়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান,মাছের ঘের থেকে রাশেদ নামের এক ইজিবাইক চালকের মরাদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে।

আরও পড়ুন