একুশে বই মেলায় আব্দুল কাদের কাওসারের  পাঁচটি বই পাওয়া যাচ্ছে 

news paper

সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ৯-২-২০২৩ দুপুর ১১:৫৪

32Views

তরুণ প্রজন্মের বাংলা কথা সাহিত্যিক, কবি এবং লেখক আব্দুল কাদের কাওসারের পাঁচটি বই এখন একুশে বই মেলার আগুন্তক প্রকাশনীর ৩৬নং  স্টলে পাওয়া যাচ্ছে।বই গুলো হচ্ছে, ১ মিনিটের রহস্য, ধনী হবার সিরিজ-০১, আত্ম উন্নয়ন সিরিজ-০১, ইজি স্পিকিং কোর্স বুক, রিচ ফর এভার এবং সম্প্রতি প্রকাশিত কবিতার বই প্রেম ও ভালোবাসার অণুকাব্য ।ছোট বেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চা করতেন।ঢাকার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজ থেকে এস. এস. সি. ও নটর ডেম কলেজ থেকে এইচ.এস.সি. এবং পরে ঢাকা বিশ্ব-বিদ্যালয় থেকে বি.বি.এ ও এম.বি.এ শেষ করে দেশে-বিদেশে বেশ কিছু বহুজাতিক কোম্পানিতে কাজ করার পর বর্তমানে কন্সলাটেন্সি ও ট্রেইনিং পেশায় নিয়োজিত আছেন। ২০১৯ সালে (একুশে বই মেলায়) প্রথম আত্ম-প্রকাশ ক্ষুদে গোয়েন্দা অর্থাৎ-কিনা ছোটদের জন্য লেখা, ‘এক মিনিটের রহস্য’ বইটির মাধ্যমে। ইতিপূর্বে একুশে বইমেলায় আত্ম-উন্নয়ন, আর্থিক-স্বাবলম্বিতা ও দাম্পত্য সম্পর্ক (রিলেশনশিপ) এর উপর লিখিত বিশ্বের বেস্ট সেলিং বইগুলোর সারাংশ নিয়ে একাধিক ‘বই-সংক্ষেপ- সংকলন’ প্রকাশিত হয়েছে। ‘সুখি জীবন’- বইটি হচ্ছে তাঁর আত্ম-উন্নয়ন মূলক সিরিজের চতুর্থ ও শেষ বই।এর পর তিনি কবিতা লেখার প্রতি মনোনিবেশ করেন। প্রায় ৭৯টা কবিতা নিয়ে রচিত  তার “প্রেম ও বিরহের অণুকাব্য” নামক বইটি সর্বশেষ প্রকাশিত হয়।এ প্রসঙ্গে আব্দুল কাদের বলেন, কাজের ফাঁকে যখনি সময় পাই  সাহিত্যের শাখা-প্রশাখা নিয়ে ডুবে থাকার চেষ্টা করি এবং সাহিত্যের প্রতি অসীম ভালবাসা থেকে এবার  ভক্তদের জন্য আমার কবিতার বই “প্রেম ও ভালবাসার অণুকাব্য”উপহার হিসেবে নিয়ে এসেছি।এই বইটিতে বাংলা ভাষায় কবিতার পাশাপাশি প্রত্যেকটি কবিতার ইংরেজি ভাবানুবাদ দেয়া আছে যা যেকোনো পাঠকের জন্য বাংলার সাথে সাথে ইংরেজি কবিতা আবৃতির চর্চা হবে।তিনি আরো বলেন, ভালবাসার সম্পর্কের ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি নিয়ে কবিতার বইটি লেখা যা মানুষের বাস্তব জীবনের সম্পর্কের অনুভূতিগুলোর সাথে মিলে যাবে।কবিতার বই ছাড়া আমার আগের প্রকাশিত বইগুলোও  এখন একুশে বই মেলায় আগুন্তক প্রকাশনী ৩৬ নং স্টল এ পাওয়া যাবে।পাঠকদের উদ্দ্যেশে তিনি বলেন,আপনার বই মেলায় আসুন, বই কিনুন এবং বেশি বেশি বই পড়ুন কারণ একটা বই হতে পারে আপনার সব সময়ের বন্ধু। 


আরও পড়ুন