ডিএনসি এর দায়েরকৃত মামলা পরিকল্পিত ভাবে ফাঁসানো বলে দাবি ভুক্তভোগীদের

মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে, দেশে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধপাচার রোধে এনফোর্সমেন্ট ও আইনি কার্যক্রম জোরদার করে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টি এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন করন সহ মানুষকে মাদক হইতে সর্তকতা করনের মাধ্যমে পর্যায়ক্রমে দেশে মাদকের অপব্যবহার কমিয়ে আনতে নিরলসভাবে সুনামের সহিত কাজ করে যাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর সুফল দেশের জনগন পাচ্ছে। কিন্তু ব্যক্তি স্বার্থে অন্যায় ভাবে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে গণধোলাই খেলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের (ক) সার্কেলের পরিদর্শক সহ কয়েকজন।
গত (বুধবার) ২৫শে জানুয়ারী অনুঃ সকাল ১০টার দিকে ঢাকা জেলাধীন ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের দক্ষিণ ফকির পাড়া লাবু ফকিরের দোকানে তার স্ত্রী মোসাঃ বেবী (৪৮) বসেছিলেন। সেসময় কয়েকজন মহিলা ও পুলিশ সাদা পোশাকে দোকানের ভিতরে প্রবেশ করে তার নিকট মাদক আছে বলে জনাই, এরপর বেবী তাদের পরিচয় জানতে চাইলে তারা প্রাথমিক ভাবে পুলিশ পরিচয় প্রদান করে বেবির চুল মুঠো করে ধরে ও মুখোশ পরা একজন ব্যাক্তি দোকানের পিছনে বাড়ির ভিতরে দৌড়ে প্রবেশ করে।
সেসময় বেবির চিৎকার চেচামেচি করলে ঘটনাস্থলে জনসমাগম ঘটে। কোন ইউনিফর্ম ছাড়াই সাদা পোশাকে থাকা লোকজনদের পরিচয় জানতে চাই উপস্থিত জনতা। প্রশ্নের সম্মুখীন হয়ে এক পর্যায়ে তারা বলেন যে তারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোক। সেসময় উপস্থিত জনতার সাথে তারা এটাও বলেন যে লাবু ফকিরের বাড়িতে মাদক দ্রব্য আছে। সার্চ করার জন্য ঘরের ভিতর প্রবেশ করতে চাইলে লাবু ফকিরের পরিবারের সদস্যরা তাদের দেহে থাকা ব্যাগ বাহিরে রেখে ভিতরে প্রবেশ করতে বলে, কিন্তু তারা অস্বীকৃতি জানিয়ে ব্যাগ নিয়েই ঘরের ভিতর প্রবেশ করতে চাইলে লাবু ফকিরের পরিবারের লোকজন একপর্যায়ে বলেন স্থানীয় মেম্বার চেয়ারম্যানকে ডাক দিয়ে লোকজনের সামনে ঘর তল্লাশি করেন।
এসময় দুই পক্ষের মাঝে বাকবিতন্ডা চলাকালীন সময়ে উপস্থিত জনতা এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনাটি সরাসরি ভিডিও ধারন করতে থাকে, একপর্যায়ে DNC এর একজন কর্মকর্তা ঐ যুবকের হাত থেকে মোবাইল ফোনটা ছিনিয়ে নেয়। যাহার স্পষ্ট ভিডিও ক্লিপটি সংরক্ষিত রয়েছ। এরপর উক্ত ঘটনাটি না বাড়িয়ে মীমাংসার জন্য লাবু ফকির এর পরিবারের লোকের কাছে মোটা অংকের অর্থ দাবি করে, টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে ছিনিয়ে নেওয়া ঐ মোবাইল ফোনটি ফেরৎ দেয়ার জন্য বলিলে দুই পক্ষের মধ্য বাক-বিতণ্ডা থেকে হাতাহাতি একপর্যায়ে উপস্থিত এলাকাবাসী তাদেরকে গণধোলাই দিয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী জনতা ও লাবু ফকিরের পরিবারের লোকজন।
গণধোলাই এর স্বীকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সার্কেল (ক) এর পরিদর্শক নুসরাত জাহান সহ, উপপরিদর্শক মনিরা বেগম, সহঃ উপপরিদর্শক মোঃ জিয়াউল হক, হাসিনা আক্তার , সিপাহি মহিবুল ইসলাম, হাফিজুর রহমান, মোঃ লিটন মিয়া, আব্দুল্লা আল মাসুম ও আব্দুল আলীম। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলার (ক) সার্কেল, ধামরাই উপজেলার ফোর্ডনগর দক্ষিণ ফকিরপাড়া গ্রামের (সাবেক মেম্বার) খালেক ফকিরের ছেলে মোঃ আপন ফকির (৪০) ও তার ছোট কাকা লাবু ফকিরের স্ত্রী বেবী (৪৮) এর নামে অবৈধ মাদকদ্রব্য, ৩,০০০ (তিন হাজার) পুরিয়া, ওজন অনুঃ ৩০০ গ্রাম, যাহার অনুঃ বাজার মূল্য অনুযায়ী প্রায় ১২ (বার লক্ষ) টাকার হেরোইন, বিক্রির উদ্দেশ্য নিজ হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্যাদি জব্দ করে উক্ত আসামীদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারনির ৮(গ) ৪২(২) ধারা অনুযায়ী মামলা দায়ের করেন। পরবর্তিতে নাম উল্লেখিত ১৭ জন ও অজ্ঞাতনামা ১৫/১৬ জন ব্যাক্তি তাদের সরকারি কাজে বাধা প্রদান করে অতর্কিত আক্রমণ চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলার (ক) সার্কেলের পরিদর্শক সহ ফোর্সদেরকে আহত করে আটককৃত ঐ দুইজন আসামীদের ছিনিয়ে নেয়।
এঘটনায় নাম উল্লেখিত ৩ থেকে ১৯ নং ও অজ্ঞাতনামা ১৫/১৬ জন সরকারি কাজে বাধা প্রদান করে আক্রমন চালিয়ে আহত করে আসামীদের ছিনিয়ে নেওয়ার অপরাধে ১৪৩/১৮৬/২২৪/৩৩২/৩৫৩ ধারায় ১ আপন ফকির ২ বেবী দ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ৮(গ)/৪১ ধারায় পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়েরকৃত মামলার এজাহার ও প্রাথমিক তথ্য বিবরণীতে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, এঘটনায় অত্র এলাকাবাসী উদ্দেগ প্রকাশ করে বলেন, মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করে ব্যার্থ হয়ে এখন মিথ্যা মামলা দিয়ে এলাকার সাধারন মানুষজনকে হয়রানি করছে।
ঐ সময় উপস্থিত জনতা সেই যুবকের ফেসবুকে সরাসরি ধারন করা সেই ভিডিও ক্লিপ ও উক্ত মামলার দায়েরকৃত এজাহারে উল্লেখিত তথ্য পর্যালোচনা করে, উক্ত ঘটনার মধ্যে ব্যাবধান রয়েছে বলে ধারনা করা হচ্ছে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা জেলার উপ-পরিচালক বাহাউদ্দিন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, ঘটনা আমি শুনেছি। এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রনের প্রচলিত নিয়মে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে নিজেদের দপ্তরের কেও ব্যক্তি স্বার্থে অন্যায় করলে সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।
এই বিষয় নিয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ(ওসি), মোঃ আতিকুর রহমান( পিপিএম) দৈনিক সকালের সময়কে বলেন, মামলাটি নিয়ে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
প্রীতি / প্রীতি

নওগাঁর আত্রাইয়ে হাইয়া আলাল ফালাহ্ উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

টাঙ্গাইলে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং ও লিফলেট বিতরণ

বালাগঞ্জে স্কুল ছাত্রীর লাশ পেকুয়া ব্রিজের পাশে

আশুলিয়ায় ডাকাতের গুলিতে এক গার্মেন্টস শ্রমিক নিহত

অভিযুক্তকে না পেয়ে স্ত্রী ও শিশুকে থানায় আটকে রেখে মামলা দিলেন ঈদগাঁও থানার ওসি

কেশবপুরে ডোবা থেকে চা বিক্রেতার মরদেহ উদ্ধার

শালিখায় গাঁজাসহ আটক ২

ডিবি উত্তর কর্তৃক ইয়াবা ট্যাবলেট সহ ০২ মাদক

কোনাবাড়ীতে অবৈধ দখলমুক্ত হলো ফুটপাত স্বস্তিতে পথচারী

রায়গঞ্জে শতভাগ অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিতরণ

মান্দায় ঘর পেলেন ১৭৭ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার

নাগরপুরে হাজী কল্যাণ মজলিসের মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে শান্তিপূর্ণ র্যালি অনুষ্ঠিত
