ঢাকা বৃহষ্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

শাহরুখকে চিনতেনই না ‘পাঠান’ সিনেমার অভিনেত্রী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-১-২০২৩ দুপুর ১১:৩৭

ভারত তো বটেই, ‘পাঠান’ সিনেমার ঝড় বইছে বিশ্বের বেশ কিছু দেশে। শাহরুখ বন্দনায় মেতেছেন লাখ লাখ ভক্ত। কিন্তু বিস্ময়কর বিষয় হলো— এই শাহরুখ খানকে চিনতেনই না তার সহ-অভিনেত্রী র‌্যাচেল অ্যান মুলিনস। হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাপকালে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন এই মার্কিন অভিনেত্রী।

কথার শুরুতে র‌্যাচেল বলেন, ‘আমি যখন পাঠান সিনেমায় কাজ করতে রাজি হই, তখন সিনেমাটির বিষয়ে কিছুই জানতাম না; এমনকী সিনেমাটির নামও না। কিন্তু মুম্বাইয়ে যখন সিনেমাটির শুটিংয়ে অংশ নিই, তখন দেখি যশরাজ ফিল্মসের ওয়ারড্রব ট্রাঙ্কে দীপিকা পাড়ুকোনের নাম। তারপর জানতে পারি, এটি একটি বড় প্রজেক্ট।’
 
শাহরুখ খানের বিষয়ে কথা বলতে গিয়ে র‌্যাচেল বলেন, ‘শাহরুখ খানের সঙ্গে কাজ শুরু করার পূর্ব পর্যন্ত তার বিষয়ে কিছুই জানতাম না। সিনেমাটির একজন সহকারী পরিচালক আমাকে জানান, শাহরুখ খান অনেক বড় তারকা। শুটিংয়ের প্রথম দিনই আমরা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছি। তার আর আমার জন্মদিনও এক।’

‘পাঠান’ সিনেমায় যুক্ত হওয়ার গল্প জানিয়ে র‌্যাচেল বলেন, ‘সিনেমাটিতে অভিনয়ের জন্য যখন আমাকে ফোন করা হয়, ওই সময়ে আমি মালদ্বীপে ছিলাম। জরুরি ডাকে সাড়া দিয়ে মুম্বাই যাই। আমার অডিশন নিয়েছিলেন রবি আহুজা।’  

‘পাঠান’ মুক্তির পর ভক্তদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? এ প্রশ্নের জবাবে র‌্যাচেল বলেন, ‘এই সিনেমার জন্য মানুষের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। বিশ্বের বিভিন্ন স্থান থেকে ভক্তদের সাড়া পেয়ে আমি হতবাক।’

মার্চেন্ডাইজিং বিষয়ে পড়াশোনা করেছেন র‌্যাচেল। ১২ বছর বয়সে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। ‘পাঠান’ ছাড়াও ভারতীয় ওয়েব সিরিজ ‘হুজপা’-তে অভিনয় করেছেন র‌্যাচেল। এতে আরো অভিনয় করেন বলিউড অভিনেত্রী তনয়া মানিকতলা, প্রণালী, বরুণ শর্মা প্রমুখ। ২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্ম সনি লাইভে মুক্তি পায় এটি। 

প্রীতি / প্রীতি

ফেরদৌস-অপুর সঙ্গে নাচলেন লাখো দর্শক

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে রিট খারিজ

সামাজিক মাধ্যমে ‘সুইসাইড নোট’ লিখে শিরোনামে পায়েল

নতুন পরিচয়ে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

সঙ্গীতশিল্পী রুক্সি আহমেদ

‘হামদ নাত, ক্লাসিকাল গাইলেও রুক্সিকে সবাই চেনে ঝাঁকা-নাকা গানে’  

অস্কারের ফ্যাশনে লেডি গাগাকে নকল করলেন দীপিকা?

বাথরুমে ঢুকে কি করেন আলিয়া, গোপনে জানিয়ে দিলেন রণবীর!

প্রথমবার জুবায়ের চৌধুরীর কথায় সুলতান ও বৃষ্টি

নাহিন শফিক

বহুমুখি প্রতিভা নাহিন শফিক

সামান্থার নজরকাড়া ফিটনেসের রহস্য

নতুন সিনেমার চরিত্রের সঙ্গে কতটুকু মিল রয়েছে শ্রদ্ধার?

জনপ্রিয় অভিনেতা সতীশ কৌশিকের জীবনাবসান

পর্দা নামলো ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩’ এর