পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৩-১-২০২৩ দুপুর ৩:৪২
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ জানুয়ারি (রবিবার) বিকালে যশোর জেলা প্রশাসকের কার্য্যালয়ের সভাকক্ষে খুলনা বিভাগের পিছিয় পড়া জনগাষ্ঠীর দক্ষতার উনয়ন ও বিকল্প কর্মসংস্থান অর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান নাগরিক উদ্যাগর খুলনা বিভাগীয় কোয়ালিশনের সভাপতি ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি জনাব,নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন যশোর জেলার অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মাোঃ রফিকুল হাসান।
বিশেষ অতিথি উপতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ক. এম নওশাদ, হিল্লাল চাকমা, সায়দা তামান্না হুরাইরা । অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন যুগান্তর পত্রিকার যশোর জলা প্রতিনিধি ইদ্রজিৎ রায়,বিভাগীয় নাগরিক উদ্যাগর সম্মনয়কারী রহিদুল ইসলাম, পলাশ দাস, রকিবুল ইসলাম, নাগরিক উদ্যাগর খুলনা বিভাগীয় কায়ালিশনর সহ সভাপতি পাখি দত্ত। বিডিইআরএম জেলা সভাপতি সুব্রত কুমার মিস্ত্রী, ডিসি অফিসার এনজিও সম্মনয়কারী শাহাজান নানু। অনুষ্ঠান পরিচালনা করন নাগরিক উদ্যাগর ক্যাপাসিটি বিল্ডিং রিপাটিং অফিসার সাইফুল রহমান।