অভয়নগরে ইয়াবা-সহ দুই মাদক কারবারি আটক

news paper

মতিন গাজী, অভয়নগর

প্রকাশিত: ২১-১-২০২৩ বিকাল ৫:১৪

34Views

১ জানুয়ারি (শুক্রবার) রাত ৮টার দিকে  আভয়নগর থানাধীন চেঙ্গুটিয়া বাজারস্থ কজ মিলের পাশে মোহাম্মদ নাসির উদ্দিনের বাড়ির সামনের ইটের ছলিং এর রাস্তার উপর থেকে দুইজন মাদক কারবারিকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ।
আসামিরা হলেন,মোঃ খায়রুল ইসলাম (২৪) পিতা মোঃ বাহারুল ইসলাম দাদপুর (পূর্বপাড়া) অপর আসামি,নাহীদ হাসান (২২) পিতা মোঃ নাজমুল হক ছাইবাড়িয়া (পূর্বপাড়া) তারা দুজনই বাঘারপাড়া উপজেলা বাসিন্দা বলে জানা গেছে।
৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮,অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অপরাধে,উদ্ধারকৃত ৪০পিস ইয়াবা ট্যাবলেট,যার মূল্য ১২হাজার টাকা এবং সুজুকি মোটরসাইকেল আটক করেছে অভয়নগর থানা পুলিশ।
অভয়নগর থানার এস আই মনিরুল ইসলাম এবং এ এস আই সিলন জানান,গোপন তথ্যের ভিওিতে আমরা জানতে পারি চেংগুটিয়া এলাকায় কীছু মাদক ব্যাবসায়ি মাদক কারবারি করছে জানতে পেরে,আগে থেকে আমরা সেখানে উপস্থিত হয়ে তাদেরকে হাতে নাতে ধরতে সক্ষম হয়।
এ বিষয়ে অভয়নগর থানায় তাদের নামে একটি মামলা হয়েছে এবং ২১জানুয়ারি (শনিবার) দুপুর ১২টার সময় তাদেরকে যশোর জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন