শীতার্তদের পাশে র‍্যাব-(২)

news paper

নিজাম উদ্দিন

প্রকাশিত: ২০-১-২০২৩ দুপুর ৪:৭

5Views

শীতার্তদের পাশে র‍্যাব-(২)র‌্যাব-২ এর দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় ব্যতিক্রমধর্মী ভাবে অসহায় ও দুস্থদের মাঝে ৭০০ শীতবস্ত্র বিতরণ।  ১৯ জানুয়ারি র‌্যাব-২ এর দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় অসহায় ও দুঃস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে র‌্যাব-২।  এসময় উপস্থিত ছিলেন অতিঃ ডিআইজি মোঃ আনোয়ার হোসেন খান,বিপিএম (বার) পিপিএম,অধিনায়ক, র‌্যাব-২ এর নেতৃত্বে সকল কোম্পানী কমান্ডার ও স্কোয়াড কমান্ডারগন ব্যতিক্রমধর্মী এই আয়োজনে অংশগ্রহণ করেন। রাজধানীর মোহাম্মদপুর বসিলা, রায়ের বাজার,হাজারীবাগ,কৃষি মার্কেট,শিয়া মসজিদ এলাকা,ধানমন্ডি, কলাবাগান ও নিউ মার্কেটসহ আশপাশের এলাকায় রাতব্যাপী অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।এ সময় অধিনায়ক, র‌্যাব-২ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।  এবিষয় র‍্যাব -২ এর সিনিয়র এএসপি ফজলু হক বলেন র‍্যাব জনগণের বন্ধু তাই আমাদের কাছে সবাই জনগণ যাঁরা অসহায় ও ছিন্নমূল তাঁরাও মানুষ তাই তাদের কথা চিন্তা করে র‍্যাবের এ-ই উদ্যোগ র‍্যাব সবসময়ই জনগণের পাশে আছে এরই ধারাবাহিকতায় অসহায়দের জন্য শীত বস্র বিতরণ করা হয়েছে।  বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান ও পালন করে থাকেন র‍্যাব -২  উল্লেখ্য গত ২৫ সে ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড় দিন-২০২২ উৎযাপন উপলক্ষে র‍্যাব-২  ব্যাটালিয়ন অধিনায়ক বিভিন্ন চার্চ পরিদর্শন করে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন এবং র‌্যাবের  ডিজির পক্ষ হতে বড় দিনের কেক এবং উপহার সামগ্রী প্রদান করেন। এএসপি ফজলু হক আরও বলেন র‍্যাব সৃষ্টি কাল থেকেই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। 


আরও পড়ুন