মালয়েশিয়ায় ২৭ জানুয়ারি থেকে বৈধতার সুযোগ

news paper

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮-১-২০২৩ বিকাল ৫:৫৩

6Views

সহজ শর্তে বৈধতার সুযোগ দিলো মালয়েশিয়া। চলতি মাসের ২৭ জানুয়ারি থেকে বৈধতার সুযোগ শুরু হয়ে শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর। দেশটিতে অবস্থানরত বাংলাদেশীসহ সব বিদেশিদের জন্য বৈধতার ঘোষণা করা হয়েছে।

বুধবার দেশটির অভিবাসন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজায়মি দাউদ সাংবাদিকদের বলেন,
কোন এজেন্ট ছাড়াই 
নিয়োগকারীরা তাদের শ্রমিকদের অনলাইনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। আবেদনের পর যাচাইকরণের জন্য অ্যাপয়েন্টমেন্টের তারিখ দেওয়া হবে। এরপর মালিকপক্ষ সব কাগজপত্র নিয়ে জমা দিবেন। 
       
   ভিসার খরচ।

১/ফ্যাক্টরির জন্য মালয় রিংগিত(১৫০০)

২/সিকিউরিটি,উৎপাদন, নির্মাণ, খনি, খনন ও সার্ভিস সেক্টরের জন্য মালয় রিংগিত(১৮০০)

৩/কৃষি খাতের জন্য মালয় রিংগিত(৬৪০)

৪/ গৃহকর্মীদের জন্য মালয় রিংগিত(৪১০)

পেমেন্ট করার পরে, একটি অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস (PLKS) স্টিকার প্রিন্ট করা হবে এবং নিয়োগকারীদের দেওয়া হবে।

যারা ভিসার সুযোগ পাবেন।

১/ ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি)-- অবৈধ ভাবে প্রবেশ করে অবস্থান করছেন।

২/ ধারা ১৫(১)(সি)-- বৈধ ভাবে প্রবেশের পর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন।

৩/ ইমিগ্রেশন রেগুলেশন আইনের ১৯৬৩-এর আইন ৩৯(বি)-এর ধারায়  পাসের শর্ত লঙ্ঘন করেনি তারা (অপরাধ কর্মকাণ্ডে জড়িত নয়)।

বিস্তারিত জানতে ভিজিট করুন মালয়েশিয়ার অভিবাসন বিভাগ:
https://www.imi.gov.my


আরও পড়ুন