সাতকানিয়ায় ইয়াবাসহ আটক ১
প্রকাশিত: ১৮-৭-২০২১ দুপুর ৩:২৫
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ শনিবার (১৭ জুলাই) উপজেলার কেরানীহাট মেহফিল রেস্তোরাঁর সামনে এসআই সুব্রত দাশ ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। আসামির নাম মো. জাহেদ হোসেন ।সে কক্সবাজারের ঈদগাঁও থানার ইসলামপুর এলাকার দিল মোহাম্মমের ছেলে। এ সময় পুলিশ তাকে তল্লাশি করে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আসামির বিরুদ্ধে মামলা রজু করে চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়েছে।