মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশিদের জন্য বৈধতার সুযোগ বাড়লো

news paper

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ১০-১-২০২৩ দুপুর ৪:১০

8Views

মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশিদের জন্য বৈধতার সুযোগ বাড়লো আরো একবছর।মঙ্গলবার (১০ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বিদেশী কর্মীদের বিষয়ে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নসুশান ঈসমাইল।
 
সাংবাদ সম্মেলনে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিবাসী কর্মীদের দেশে ফিরে যাওয়া ও মালয়েশিয়ায় বৈধভাবে থাকার প্রক্রিয়া নিয়ে যে রিক্যালিব্রেশন পদ্ধতি ঘোষণা করা হয়েছিলো চলতি বছড়জুড়ে চলবে। এ প্রক্রিয়ায় যারা রিক্যালিব্রেশন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন কিন্তু সব ধরনের তথ্য সরবরাহ করতে পারেননি তারা জরিমানা দিয়ে ভিসা করার পাশাপাশি নিজ দেশে ফিরে যেতে পারবেন। তিনি আরো বলেন, আমাদের দেশে অবস্থান করা বিদেশীরা অভিজ্ঞতা অর্জন করেছে। নতুনদের থেকে পুরানো শ্রমিকরাই আমাদের সম্পদ। আমাদের অনেক কলকারখানায় শ্রমিক সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। আমাদের দেশের মালিকদের বলবো,তারা যেন বৈধতার সুযোগ নিয়ে অবৈধ অভিবাসীদের নিবন্ধনের মাধ্যমে বৈধ শ্রমিক দিয়ে কাজ করান। বিগত দিনে অনেকের বৈধতার শর্তের কারণে বৈধতা না পেয়ে এখনো অবৈধভাবে অবস্থান করছেন। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যেখানেই কর্মরত  আছেন, মালিকদের বলে বৈধতার সুযোগ গ্রহণ করুন। 

আরও পড়ুন