গুগলে মেসেজ শিডিউল করবেন যেভাবে

news paper

সকালের সময় ডেস্ক

প্রকাশিত: ৮-১-২০২৩ দুপুর ১১:২২

24Views

অনেক আগেই সোশ্যাল মিডিয়া টেলিগ্রাম নিয়ে এসেছিল মেসেজ শিডিউলের সুবিধা। অর্থাৎ ব্যবহারকারী যে সময়েই মেসেজ লিখে রাখুন না কেন, আপনার দেওয়া সময়েই সেটি ডেলিভারি হবে। এখন চাইলে গুগলের মেসেজ অ্যাপ ব্যবহার করে টেক্সট মেসেজ শিডিউল করে রাখতে পারবেন।

এই ফিচারের মাধ্যমে মেসেজ টাইপ করে নিজেদের প্রয়োজন অনুযায়ী টাইম সেট করা সম্ভব। এর ফলে যাকে মেসেজ পাঠানো হচ্ছে তার সুবিধানুযায়ী টাইম সেট করে রাখা যাবে। 

জেনে নিন কীভাবে গুগলে মেসেজ শিডিউল করতে পারবেন...

> এ জন্য প্রথমেই নিজেদের ফোনে গুগল মেসেজ অ্যাপ ওপেন করুন।

> এরপর যাকে মেসেজ পাঠাতে চান তার নম্বরটি বেছে নিন।

> এবার নিজেদের মেসেজ টাইপ করুন।

> এরপর সেন্ড বাটন অনেকটা সময় ধরে লং প্রেস করে রাখুন।

> বাই ডিফল্ট অ্যাপ হিসেবে তিনটি টাইম অপশন পাবেন। নিজের পছন্দ অনুযায়ী যে কোনো একটি টাইম বেছে নিন।

> এবার সিলেক্ট ডেট অ্যান্ড টাইম অপশন সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করে দিন।


আরও পড়ুন