কুড়িগ্রামে দৃষ্টিনন্দন জেলা পরিষদ শিশুপার্ক উদ্বোধনের অপেক্ষায়

কুড়িগ্রাম পৌরসভার ভিতরে ডায়বেটিস হাসপাতাল সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে জেলা পরিষদ শিশু পার্ক। আগামী ৪ ডিসেম্বর ২০২২ ইং তারিখ রোজ রোববার সন্ধ্যায় উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
পড়ালেখার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ সাধনের জন্য প্রয়োজন চিত্তবিনোদন। এতে শুধু শারীরিক বিকাশই ঘটে না মানসিক বৃদ্ধিও ঘটে সমানভাবে। এ বিষয়গুলো মাথায় রেখে কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে শিশু পার্কটি নির্মাণ করেছেন। শিশু পার্ক নির্মাণের মধ্য দিয়েই পৌরবাসীর দীর্ঘদিনের একটি দাবি পূরণ হতে যাচ্ছে। অনেকেই মনে করছেন পার্কটি চালু হলে শিশুদের মানসিক বিকাশ ও চিত্তবিনোদনের বড় সুযোগ তৈরি হবে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, নির্মাণাধীন এই শিশু পার্কে শিশুদের জন্য নাগরদোলা, ওয়ান্ডার হুইল, হানি সুইং, ম্যারি গো রাইড, প্যারাটুপার, জেট বিমান সহ থাকছে অসংখ্য রাইড। পার্কের অধিকাংশ কাজ প্রায় শেষের পথে শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষায়।
কয়েকজন অভিভাকের সাথে কথা হলে তারা বলেন, ‘এতদিন আমাদের শহরে শিশুদের চিত্তবিনোদন কোন ব্যবস্থা ছিল না। পৌরসভার ভিতরে শিশু পার্ক র্নিমিত হচ্ছে শুনে আমরা অনেক খুশি। শহরের কাছা-কাছি কোন পার্ক ছিলনা। এ পার্কটি নির্মাণের মধ্যদিয়ে বিশেষ করে ছুটির দিনে বাচ্চাদের নিয়ে সময় কাটানোর একটা জায়গা তৈরী হলো।এতসুন্দর উদ্যোগের জন্য ধন্যবাদ জানায় জেলা পরিষদ প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে।
সুশিলসমাজের লোকজনসহ বিনোদন প্রেমী লোকেরা বলেন, শিশুর মানসিক ও শারীরিক বিকাশ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি প্রয়োজন সুন্দর চিত্তবিনোদনের ব্যবস্থা। জেলা পরিষদ শিশু পার্ক কর্তৃপক্ষ যে ধরনের শিশু পার্ক নির্মাণ করেছে তা অকল্পনীয়।
এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী বলেন, সামাজিক জীব হিসেবে দায়বদ্ধতা থেকে এ পার্কটি নির্মাণ করা হলো। আমি একজন সচেতন অভিভাবক হিসেবে অনুধাবন করেছি ছুটি কিংবা কোন বিশেষ দিনে বাচ্চাদের নিয়ে বিনোদনের জন্য যে কোথায় ঘুরতে যাবে তা কুড়িগ্রাম পৌরসভায় ছিলোনা। তবে বিশ্বাস করি যে পৌরবাসীর এ পার্কটি উদ্বোধনের মধ্যদিয়ে সে অভাব টা থাকবেনা। আগামী ৪ ডিসেম্বর রোববার হতে তারা তাদের পরিবারের সদস্যদের নিয়ে সুন্দর মনোরম পরিবেশে এসে সময় কাটাতে পারবে। তবে এ পার্কটি আরও আধুনিক করতে সর্বদা প্রচেষ্টা অব্যাহ থাকবে। তিনি আরও বলেন, পার্কটি নির্মাণের মধ্য দিয়ে পৌরবাসীর বিনোদনের জন্য দীর্ঘদিনের যে চাহিদা তা পূরণ হবে বলে আশা করছি।
প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান শিশুদের বিনোদনের চিন্তা করে শহরস্থ এই বিনোদন কেন্দ্রটি করা হল।
এমএসএম / এমএসএম

কাপ্তাইয়ের ব্যাংঙছড়িতে গাছ পড়ে যাত্রী ছাউনি বিধ্বস্ত

কর্ণফুলীতে ৩ মাসে ১৯৫ মামলা:৭১ শতাংশই মাদকের

নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তী পালিত

কামারখন্দে ভেড়া ও ছাগলের বিনামূল্যে পিপিআর টিকা প্রদানে

নিখোঁজর চর দিন পর দুই মাসের শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে চমেক হাসপাতালে ক্যান্সার ইউনিট কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে

গোপালপুরে ভাতা পাননি আনসার ভিডিপি সদস্যরা

জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে রায়গঞ্জে ছাত্র লীগের কর্মী সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় প্রকৌশল অধিদপ্তরের, সড়কের পাশে তালবীজ রোপন কার্যক্রমের উদ্বোধন

চুয়াডাঙ্গায় মীর সিমেন্ট শেখ রাসেল প্রথম বিভাগ ফুটবল লীগে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের জয়

মানিকগঞ্জে ৯ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ৩

রাজশাহী-১ আসনে আওয়ামী লীগ রাজনীতির মাঠ গরম
Link Copied