ইরানের বিপক্ষে জয় ছাড়া আমার রেকর্ড মূল্যহীন : গ্যারেথ বেল

news paper

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৫-১১-২০২২ দুপুর ২:৩৮

7Views

বিশ্বকাপে ইরানের বিপক্ষে মাঠে নামলেই দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন ওয়েলসের গ্যারেথ বেল। তবে তার সব মনোযোগ স্রেফ জয়ে। বললেন, জিততে না পারলে এই কীর্তি হবে অর্থহীন। 

আহমেদ বিন আলি স্টেডিয়ামে শুক্রবার ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ওয়েলস ও ইরান। বাংলাদেশ সময় বিকাল চারটায় শুরু ম্যাচ। 

ইরানের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে ওয়েলসের হয়ে বেলের ১১০তম ম্যাচ। দেশটির হয়ে সবচেয়ে বেশি ১০৯ ম্যাচ খেলা ক্রিস গান্টারের পাশে বসেছেন তিনি যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেমেই। দারুণ একটি কীর্তি গড়ার উপলক্ষকে জয়ে রাঙাতে চান বেল। 

তিনি বলেন, “সত্যি বলতে আমি ম্যাচ সংখ্যার ওপর খুব বেশি নজর দেই না। স্রেফ খেলার দিকে মনোযোগী থাকার চেষ্টা করি।” 

বেল আরও বলেন, “অবশ্যই, ব্যক্তিগত দিক থেকে এটা অসাধারণ এক অর্জন। এতো বার দেশের প্রতিনিধিত্ব করা সম্মানের। তবে আগামীকাল (শুক্রবার) জেতার চেষ্টা করা আরও বেশি গুরুত্বপূর্ণ। আশা করি আমরা জিততে পারব, যা এই উপলক্ষকে আরও বিশেষ করবে।” 


আরও পড়ুন