গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

news paper

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ২৫-১১-২০২২ দুপুর ২:৩

5Views

গাজীপুর সদর সংবাদদাতাঃ গাজীপুর সদর উপজেলার ভবানীপুর (বানিয়ারচালা) এলাকায় একটি পোশাক তৈরির কারখানায় আগুন লেগেছে। শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে অরবিট টেক্সটাইলের ওই কারখানায় আগুন লাগে। দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
 
গাজীপুর শিল্প পুলিশ-২ এর ইন্সপেক্টর দুলাল উদ্দিন জানান, সকালে ওই কারখানার মেশিনের ফিকশন থেকে আগুনের সূত্রপাত হয়। তুলা থেকে সূতার উৎপাদন ফ্লোর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তেই আগুন পাশের তুলার গুদামে ছড়িয়ে পড়ে। কাখানার ফায়ার সার্ভিস কর্মী ও শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
কারখানার পরিচালক (অপারেশন) শাহীনুল হক জানান, তুলা ও মেশিনের ফিকশন থেকে আগুন লাগে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন