তিন ফিফটিতে নিউ জিল্যান্ডকে ৩০৭ রানের টার্গেট দিলো ভারত

news paper

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৫-১১-২০২২ দুপুর ১:৪০

11Views

নিউ জিল্যান্ডের বিপক্ষে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ভারতের ওয়ানডে সিরিজ। অকল্যান্ডে দিবারাত্রির প্রথম ওয়ানডেতে ভারত টস হেরে ব্যাট করতে নেমে দারুণ করে। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের হাফসেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে হারিয়ে সংগ্রহ করেছে ৩০৬ রান। জিততে নিউ জিল্যান্ডকে করতে হবে ৩০৭ রান।

এদিন উদ্বোধনী জুটিতেই দারুণ করেন শিখর ধাওয়ান ও শুভমান গিল। তারা দুজন তোলেন ১২৪ রান। দলীয় এই রানে আউট হন গিল। ১ চার ও ৩ ছক্কায় বরাবর ৫০ করে যান তিনি। একই রানে আউট হন ধাওয়ানও। তিনি ১২টি চারের সাহায্যে করে যান ৭২ রান।

সেখান থেকে ছোট ছোট জুটি গড়ে দলীয় সংগ্রহকে টেনে নেন শ্রেয়াস আয়ার। তিনি দলীয় ৩০০ রানের মাথায় ফেরেন। মাত্র ৭৬ বলে ৪টি চার ও সমান সংখ্যক ছক্কায় করেন ৮০ রান। তার আগে ঋষভ পন্ত ১৫, সূর্যকুমার যাদব ৪ ও সঞ্জু স্যামসন ৩৬ রান করে আউট হন। আর ইনিংসের শেষ বলে আউট হন শার্দুল ঠাকুর ১ রান করে। ওয়াশিংটন সুন্দর ১৬ বলে ৩ চার ও ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৩৭ রানে। তাতে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ হয় ৩০৬।

বল হাতে নিউ জিল্যান্ডের টিম সাউদি ও লোকি ফার্গুসন ৩টি করে উইকেট নেন। অপর উইকেটটি নেন অ্যাডাম মিলনে। 


আরও পড়ুন