কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের সমাপনী

news paper

কাপ্তাই প্রতিনিধি

প্রকাশিত: ২৪-১১-২০২২ দুপুর ১:৮

2Views

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) এর সহযোগিতায় ৩ দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ  হয়েছে।  
 
৩ দিনব্যাপী এই কোর্সের সমাপনী দিনে কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন ও কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন উপস্থিত থেকে অংশগ্রহন কারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। 
 
এইসময় কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান,  উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিপু চন্দ্র দাশ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটর ঝিমি চাকমা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা উপস্থিত ছিলেন। তিন দিন ব্যাপী এই কোর্সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিব এবং হিসাব সহকারী সহ সর্বমোট ৭০ জন অংশ নেন।
 
প্রসঙ্গত, ৩ দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ এই কোর্সে গ্রাম আদালত আইন, কর নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, পারস্পরিক শিখন কার্যক্রম বিষয়ে সেশন পরিচালনা করা হয়। এছাড়া জন্মমৃত্যু নিবন্ধন বিষয়ে কোর্সে প্রশিক্ষন প্রদান করা হয় বলে জানান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

আরও পড়ুন