ধামইরহাটে খেলনা ইউনিয়নে আদিবাসী নৃত্যের তালে তালে বৃক্ষপূজা’র মাধ্যমে কারাম উৎসব পালন

news paper

এম.এ মালেক, ধামইরহাট

প্রকাশিত: ৭-১০-২০২২ বিকাল ৫:৩৪

5Views

নওগাঁর ধামইরহাটে উত্তর বঙ্গের উরাও পাহান, সাঁওতাল, মালো মাহাতো, ভুইমালী, রাজোয়াড়,মাহালিসহ আদিবাসীদের এক প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব কারাম। নৃত্যের তালে তালে বৃক্ষপূজার মাধ্যমে পালন করা হয়ঐতিহ্যবাহী ১৭ তম কারাম উৎসব। ৬ অক্টোবর বিকেল ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত খেলনা-গোপীরাম উরাও ছাত্র-ছাত্রীবৃন্দ ও গ্রামবাসীদের উদ্যোগে খেলনা ফুটবল মাঠে কারাম উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কারাম উদযাপন কমিটির সভাপতি রাজেন্দ্রনাথ তিগ্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের এম.পি মো. শহীদুজ্জামান সরকার উপস্থিত থেকে পুরো অনুষ্ঠান উপভোগ করেন। সেই সাথে আদিবাসীদের কৃষ্টি-কালচার ধরে রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে ১৯টি দল তাদের চমৎকার নৃত্যপরিবেশন করে। কারাম উৎসবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও মো.আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি প্রদীপ কুমার আগারওয়ালা, সম্পাদক তাপস কুমার মহন্ত, খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন