দলের সঙ্গে থেকেও কেন খেললেন না সাকিব?

news paper

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৭-১০-২০২২ দুপুর ৪:৫

4Views

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে আজ শুক্রবার মাঠে নেমেছিল বাংলাদেশ এবং পাকিস্তান। তবে প্রথম ম্যাচেই পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছেড়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে পায়নি বাংলাদেশ।

দলের সঙ্গে থেকেও তিনি কেন নেই একাদশে, এ নিয়ে জল্পনা কল্পনার শেষ ছিল না। বিসিবি জানাচ্ছে, দীর্ঘ ভ্রমণ ক্লান্তি থাকায় তাকে খেলানোর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।

ভিসা জটিলতা কাটিয়ে গতকাল লস এ্যাঞ্জেলস থেকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দলের সাথে যোগ দেন সাকিব। দীর্ঘ এ যাত্রার কারণে আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সাকিব আল হাসানকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিষয়টি।

এর আগে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের দেরিতে দলে যোগ দেওয়ার কারণ জানায়। সেখানে বলা হয়, ‘বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে দলে যোগ দেবেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ট্রানজিট ভিসা সংক্রান্ত প্রযুক্তিগত কারণে দুই দিন দেরি হওয়ায় বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বিকেলে ক্রাইস্টচার্চে দলে যোগ দেবেন।’

এদিকে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ হারের পর ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান সোহান বলছেন উন্নতি আনতে হবে কিছু জায়গায়। এ নিয়ে অধিনায়ক বলেন, ‘হতাশ, উইকেট ব্যাটিং করার জন্য ভালো ছিল। আমাদের কিছু জায়গায় উন্নতি আনতে হবে। বোলাররা ভালো করেছে। কিন্তু সেখানেও কাজ করার জায়গা আছে। মিডলে আমরা অনেক উইকেট হারিয়েছি। লিটন-আফিফ এবং ইয়াসির ভালো ব্যাটিং করেছে। তাসকিন ভালো করেছে। এটাই প্রাপ্তি।’ 


আরও পড়ুন