গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

news paper

মজিবর রহমান, গাইবান্ধা

প্রকাশিত: ২৩-৯-২০২২ দুপুর ৩:২

12Views

জাতীয় সংসদের-৩৩, গাইবান্ধা - ৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনের প্রতিক বরাদ্দ করা হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় গাইবান্ধা জেলা নির্বাচন অফিস থেকে প্রতিক বরাদ্দ করেন রির্টানিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম। 
 
এই নির্বাচনে ৩ জন দলীয় ও ২জন স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৫ জন প্রার্থী অংশ গ্রহন করছেন। প্রতিকসহ প্রার্থীদের নামঃআওয়ামীলীগের মাহমুদ হাসান রিপন (নৌকা), জাতীয়পার্টির এড. এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (লাঙ্গল), বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নাহিদুজ্জামান নিশাদ (আপেল) এবং সাবেক বিসিএস কর্মকর্তা সৈয়দ মাহাবুবুর রহমান (ট্রাক) প্রতিক পেয়েছেন। 
 
আগামী ১২ অক্টোবর ইভিএম এর মাধ্যমে এই আসনের উপনির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য,গত ২৩ জুলাই গাইবান্ধা -৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এড. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষনা করা হয়।

আরও পড়ুন