মাগুরা জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিলেন দেবব্রত কুমার দে

news paper

সাইফুল ইসলাম, শালিখা

প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ১:৪৯

1Views

আসন্ন মাগুরা জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিলেন দেবব্রত কুমার দেবু। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।

শালিখা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেবব্রত কুমার দে (দেবু) প্রথমবারের মতো মনোনয়নপত্র জমা দিয়ে জানান, আমি মাগুরা জেলা পরিষদে সদস্য হিসেবে বিজয়ী হলে আমার ওপর অর্পিত কাজগুলো সম্পন্ন করে জেলা পরিষদের সার্বিক উন্নয়নের স্বার্থে নিজেকে নিয়োজিত করব এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়নে অংশগ্রহণ করব।

এ সময় তার প্রস্তাবকারী মো. শরিফুল ইসলাম ও সর্মথককারী মো. কুতুবুল আলম সানুসহ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদীকা জেসমিন আক্তার শাবানা, গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুস্তাক, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান, মো, আমিনুর রহমান বিশ্বাস, ছাত্রলীগ নেতা জাবেরুল ইসলাম সাগর, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আল ইমাম রাব্বি, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বাবু বিশ্বাস, নান্নু বিশ্বাস, তুষার বিশ্বাস, সান্টু মৃধা, দীলিপ বিশ্বাস, জাহিদুর রহমান, আবু হুরাইরাসহ শতাধিক দলীয় ও অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন।


আরও পড়ুন