নাটোরের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকারের বিশেষ অভিযান

news paper

রেজাউল করিম, বড়াই গ্রাম

প্রকাশিত: ১৭-৮-২০২২ বিকাল ৫:৫১

9Views

নাটোর জেলার  তিনটি স্থানে ভোক্তা অধিকারের  বিশেষ অভিযানে পরিচালনা করা হয়েছে। আজ বুধবার (১৭  আগস্ট) বাজার  তদারকির মাধ্যমে নাটোর সদর, বড়াইগ্রাম ও লালপুরে এ এ অভিযান চালানো হয়।
 
জানা গেছে, লালপুর উপজেলার ওয়ালিয়া পশ্চিমপাড়া  এলাকায় অবস্থিত মতলেব নামে গুড় ব্যবসায়ীকে  ৯০ হাজার, বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া এলাকায় অবস্থিত ছলিম নামে গুড় ব্যবসায়ীকে ৮০ হাজার ও বড়াইগ্রামের ভবানীপুর  এলাকায় অবস্থিত মোস্তাফিজুরকে  ৬০ হাজার এবং নাটোর সদর উপজেলার বন বেলঘরিয়া  এলাকায় অবস্থিত সারুক নামে গুড় ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকাসহ সর্বমোট ৩ লাখ ৫ হাজার জরিমানা আদায় করা হয়।
 
এর পাশাপাশি সতর্কতা ও সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনা সহায়তা করেন নাটোর র‌্যাব-৫-এর একটি চৌকস টিম।
 
জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো. মেহেদী হাসান তানভীর এ অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।

আরও পড়ুন