ঢাকা মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানশূন্য


মুহাম্মদ রাশেদুল ইসলাম photo মুহাম্মদ রাশেদুল ইসলাম
প্রকাশিত: ৬-৮-২০২২ বিকাল ৫:৫০

যে মহাসড়কে প্রতি মিনিটে গাড়ির লাইন লেগে থাকত, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সে মহাসড়কটি শনিবার (৬ আগস্ট) প্রায় যানশূন্যই ছিল। যাত্রীদের আনাগোনা নেই বললেই চলে। যান চলাচলে স্বাভাবিক অবস্থা না থাকায় মহাসড়ক অনেকটাই ফাঁকা। এতে মহাসড়কে সুনসান নীরবতাই লক্ষ্য করা গেছে।

চিরচেনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটির চিত্র দেখলে মনে হয় সড়কে অঘোষিত লকডাউন চলছে। এমনই দৃশ্য দেখা যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৪৪ কিলোমিটার এলাকায়। তবে আন্তঃজেলা পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে। এদিন দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী পরিবহন চলাচল ছিল না বললেই চলে। সারাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে কুমিল্লা থেকে চট্টগ্রামগামী বাসের ভাড়া।

শনিবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী বাসে বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে। কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়া তিশা প্লাটিনাম বাসে ২৯০ টাকায় যাত্রী নেয়া হচ্ছে, শুক্রবারও যার ভাড়া ছিল ২৪০ টাকা। অভিযোগ আছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে পূর্ব ঘোষণা ছাড়াই বাড়তি ভাড়া আদায় করছে বাস কর্তৃপক্ষ। একই বাসে ফেনীর ভাড়া ছিল ১০০ টাকা। কিন্তু শনিবার সকাল থেকে ভাড়া ৫০ টাকা বাড়িয়ে নেয়া হচ্ছে ১৫০ টাকা।

তিশা প্লাটিনাম বাসের সুপারভাইজার জাহাঙ্গীর আলম বলেন, ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় ভাড়া বাড়ানো হয়েছে। অপরদিকে, চট্টগ্রাম সিটিতে বাস ধর্মঘট চলায় সেখানে আটকা পড়েছে বিপুলসংখ্যক বাস। তাই চট্টগ্রামগামী বাসের সঙ্কট সৃষ্টি হয়েছে।

কুমিল্লা থেকে চট্টগ্রামগামী গ্রাম বাংলা পরিবহনের টিকিট ম্যানেজার কেফায়েত উল্লাহ বলেন, আগে ২৪০ টাকা ছিল চট্টগ্রামের ভাড়া, আজ ২৭০ টাকা নেয়া হচ্ছে।

সাইফুল ইসলাম নামে এক বাস যাত্রী বলেন, ডিজেলের দাম লিটারে বাড়ানো হয়েছে ৫০ টাকা আর বাস মালিকরা সিটপ্রতি ৫০ টাকা বাড়িয়েছে। তবুও ঠিকমতো গাড়ি পাওয়া যাচ্ছে না। এটি দুর্ভাগ্যজনক।

এমএসএম / জামান

কাপ্তাইয়ের ব্যাংঙছড়িতে গাছ পড়ে যাত্রী ছাউনি বিধ্বস্ত

কর্ণফুলীতে ৩ মাসে ১৯৫ মামলা:৭১ শতাংশই মাদকের

নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তী পালিত

কামারখন্দে ভেড়া ও ছাগলের বিনামূল্যে পিপিআর টিকা প্রদানে

নিখোঁজর চর দিন পর দুই মাসের শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে চমেক হাসপাতালে ক্যান্সার ইউনিট কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে

গোপালপুরে ভাতা পাননি আনসার ভিডিপি সদস্যরা

জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে রায়গঞ্জে ছাত্র লীগের কর্মী সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় প্রকৌশল অধিদপ্তরের, সড়কের পাশে তালবীজ রোপন কার্যক্রমের উদ্বোধন

চুয়াডাঙ্গায় মীর সিমেন্ট শেখ রাসেল প্রথম বিভাগ ফুটবল লীগে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের জয়

মানিকগঞ্জে ৯ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ৩

রাজশাহী-১ আসনে আওয়ামী লীগ রাজনীতির মাঠ গরম