টাঙ্গাইলে গাড়িচাপায় প্রাণ হারালেন নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর সাইট ইঞ্জিনিয়ার

news paper

ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ১:২১

12Views

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের গোলচত্বর এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় শাহ আব্দুল মঈন ওরফে অনিক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের (ওটিজি-জিভি) কোম্পানির সাইটের প্রধান ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। 
 
শনিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক নরসিংদী জেলার পলাশ থানার চরসিন্দর গ্রামের মো. শাহ আব্দুল মোমেনের ছেলে। 
 
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, নিহত অনিক সকালে মোটরসাইকেলযোগ কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে সেতু পূর্ব গোলচত্বর এলাকায় পৌঁছলে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপায় দেয়। এতে গুরুতর আহত হয় তিনি। এরপর পুলিশ খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
 
এ ব্যপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, নিহতের মৃতদেহ হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

আরও পড়ুন