ঝি ঝি ধরা কেন হয়, উদ্বেগের কোন কারণ আছে? 

news paper

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ১২:৩৬

44Views

আমরা যেটিকে ঝি ঝি ধরা বলে থাকি সেটি সাধারণত কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। বিশেষ ক্ষেত্রে এই একই ধরণের অনুভূতি দীর্ঘ সময় স্থায়ী হতে পারে। সঞ্চালন কমে গেলে 'পেরিফেরাল আর্টারাল ডিজিজ' হিসেবে হাতে পায়ে বা শরীরের অন্য অঙ্গে  ঝি ঝি ধরতে পারে।

বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘক্ষণ বসা বা শোয়ার পর যদি হাত বা পা এমন অবস্থানে বেশ কিছুক্ষণ থাকে যেখানে সেটির ওপর লম্বা সময় ধরে চাপ পড়ে, তখন ঝি ঝি ধরার সম্ভাবনা থাকে। তবে বিভিন্ন কারণে দীর্ঘসময় ঝি ঝি ধরার মত ঘটনাও ঘটে থাকে। বিশেষ করে মেরুদণ্ডে আঘাতজনিত সমস্যা থেকে ঝি ঝি ধরতে পারে। আবার উচ্চ রক্তচাপের রোগীদের বা ডায়বেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে দীর্ঘসময় কোনো একটি অঙ্গে অসাড়তা অনুভব করার ঘটনা ঘটতে পারে। এরকম ক্ষেত্রে শরীরের ঐ অংশে রক্ত প্রবাহ কমে যাওয়ায় মাংসপেশী দুর্বল হয়ে যাওয়ার কারণে ঝি ঝি ধরে থাকে। সাধারণত যেসব কারণে ঝি ঝি ধরে: 

>>পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাব হলে
>>স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে - বিশেষ করে কোনো অসুস্থতা বা আঘাতের পর
>>অতিরিক্ত মদ্যপানের ফলে
>>বিশেষ ক্ষেত্রে চেতনানাশক ব্যবহারের পর

কোনো অঙ্গে নিয়মিত ঝি ঝি ধরার ঘটনা ঘটলে বা বারবার ঝি ঝি ধরার ঘটনার পুনরাবৃত্তি ঘটলেও চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

সূত্র : বিবিসি


আরও পড়ুন