কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন

news paper

একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম

প্রকাশিত: ২৯-৬-২০২১ দুপুর ১২:১৬

3Views

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে রাজু আহমেদকে সভাপতি ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। সোমবার (২৮ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের এই আংশিক কমিটি এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত কমিটিতে নয়জনকে স্থান দেয়া হয়েছে। কমিটিতে সহ-সভাপতি হিসেবে তৌফিকুল ইসলাম টুটুল ও আল আমিন সরকার এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন আশিকুর রহমান আশিক ও আনোয়ার হোসেন। এছড়াও সাংগঠনিক সম্পাদক ফুয়াদ ইবনে আজাদ ফাহিম এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আতিকুর রহমান আতিক ও আশরাফুল আলমকে রাখা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৭ নভেম্বর শৃঙ্খলাভঙের অভিযোগ, অর্থনৈতিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে। দীর্ঘ ১ বছর ৮ মাস পর ৯ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটি অনুমোদন দিল কেন্দ্রীয় কমিটি।


আরও পড়ুন