লালমনিরহাটে ফেনসিডিলসহ রংপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

news paper

জামাল বাদশা, লালমনিরহাট

প্রকাশিত: ২৫-৬-২০২২ বিকাল ৫:৪

9Views

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ রংপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন ওরফে পাপ্পু (২৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুন) দুপুরের আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল।
 
গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুন ওরফে পাপ্পু রংপুর মহানগরীর ২১নং ওয়ার্ড সেনপাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে।। পাপ্পু রংপুর মহানগরীর ২১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি রংপুর মহারগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে আছেন।
 
পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মহিপুর সড়কে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সময় আব্দুল্লাহ আল মামুন ওরফে পাপ্পু মোটরসাইকেল নিয়ে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাড়িটির গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি তল্লাশি করে ১২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ।
 
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

আরও পড়ুন