মাতারবাড়ী দ্বিতীয় বিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন করবে না জাপান

news paper

সকালের সময় ডেস্ক

প্রকাশিত: ২৩-৬-২০২২ সকাল ৮:২১

12Views

মাতারবাড়ী দ্বিতীয় বিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন করবে না জাপান। বুধবার (২২ জুন) জাপান সরকার এ ঘোষণা দিয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির একটি সংবাদমাধ্যম।

টোকিওভিত্তিক বেসরকারি মালিকানাধীন সংবাদ সংস্থা জিজি ডটকম জানিয়েছে, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিকো উনো বুধবার এক সংবাদ সম্মেলনে কয়লাবিদ্যুৎ প্রকল্পে সরকারি উন্নয়ন সহায়তা স্থগিতের ঘোষণা দেন।

ওই সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দুটি প্রকল্প বাতিল করা হবে বলে জানান। বাতিল প্রকল্পের একটি হচ্ছে মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক ১ হাজার ২০০ মেগাওয়াট (দ্বিতীয় পর্যায়) বিদ্যুৎকেন্দ্র।

এর আগে দ্বিতীয় পর্যায়ের বিদ্যুৎকেন্দ্রে ঠিকাদার হবে না বলে গত ফেব্রুয়ারিতে জানায় জাপানের প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশন। প্রথম পর্যায়ের বিদ্যুৎকেন্দ্রটির ঠিকাদার হচ্ছে জাপানি কনসোর্টিয়াম সুমিতোমো করপোরেশন, তোশিবা করপোরেশন ও আইএইচআই করপোরেশন। জাপানের অন্যতম বড় ঠিকাদারি সংস্থা সুমিতোমো ধাপে ধাপে কয়লানির্ভর প্রকল্প থেকে সরে আসার পরিকল্পনা নিয়েছে।


আরও পড়ুন