১৮ মাস পর করোনায় মৃত্যুহীন মালয়েশিয়া

news paper

আশিক ইসলাম, মালয়েশিয়া

প্রকাশিত: ২০-৬-২০২২ দুপুর ২:২

4Views

সংক্রমণ শুরুর পর থেকে মালয়েশিয়ায় ১৮ মাস পর রোববার (১৯ জুন) করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এদিন দেশটিতে নতুন করে ১ হাজার ৬৯০ জন রোগী শনাক্ত হলেও মারা যায়নি কেউই। এছাড়া শনাক্তদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি থাকলেও তেমন কোনো উপসর্গ নেই। স্থানীয় সময় রোববার (১৯ জুন) দেশটির স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ কথা জানান।
 
তিনি বলেন, দীর্ঘ ১৮ মাস পর প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন মালয়েশিয়া। প্রাণঘাতী মহামারী করোনা-ওমিক্রনসহ সব ধরনের কঠিন ব্যাধি থেকে মুক্ত করে দেশের অর্থনীতি পুনরুদ্ধার যেন অব্যাহত থাকে।
 
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মালয়েশিয়ায় মোট ৪৫ লাখ ৪০ হাজার ৬১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। এরমধ্যে ৩৫ হাজার ৭৩২ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন।
 
এদিকে, দেশটিতে রোববার (১৯ জুন) পর্যন্ত কোভিড-১৯ ইমিউনাইজেশন প্রোগ্রাম ফর চিলড্রেনের (পিআইসিকিডস) আওতায় ৫-১১ বছর বয়সী বাচ্চাদের মাঝে মোট ১২ লাখ ৯৪ হাজার ২২৫ জনকে টিকা দেয়া হয়েছে।

আরও পড়ুন