সাতকানিয়ায় আম কুড়াতে গিয়ে শিশুর মৃত্যু

news paper

সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া

প্রকাশিত: ২৭-৫-২০২১ দুপুর ১১:৪৮

1Views

চট্টগ্রামের সাতকানিয়ায় বাড়ির পাশে বাগানে আম কুড়াতে গিয়ে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে মো.শাহরিয়ার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে তারই আপন চাচাতো ভাই সাড়ে ৫ বছর বয়সী আবদুল্লাহ আল ফাহিদ প্রকাশ তুষার। বুধবার (২৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম গাটিয়াডেঙ্গা নেয়ামত আলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার ওই এলাকার শাহআলম ও আহত তুষার সৌদি প্রবাসী আবুল ফজলের ছেলে। উভয়েই আপন চাচাতো-জ্যেঠাতো ভাই এবং একটি নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী ও তুষারের মা রহিমা বেগম বলেন, বুধবার বিকেলে আমাদের বাড়ির পাশের বাগানে পাড়ার অন্য শিশুদের সঙ্গে আমার দেবর শাহআলমের ছেলে শাহরিয়ার ও আমার ছেলে তুষার আম কুড়াতে যায়। এ সময় হঠাৎ বাতাসে গাছের ডাল ভেঙে শাহরিয়ারের মাথা ও ঘাড়ে এবং তুষারের মাথার পেছনে ও পিঠে পড়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন। তুষারকে চমেক হাসপাতাল থেকে নিয়ে নগরীর এশিয়ান হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


আরও পড়ুন