অভিমানী

news paper

মশিউর আনন্দ

প্রকাশিত: ১৪-৬-২০২২ দুপুর ৪:২৮

32Views

অভিমানী
সামসাদ ফেরদৌসী
-----------------------------
তুমি বড্ড অভিমানী!
বহু বছর আগে
কোন এক বৃষ্টি -ভেজা সন্ধ্যায়,
বলেছিল এক কবি।
 
সেদিন একটি কদমফুলের আশায়
নিস্তব্ধ মেঘাচ্ছন্ন পথের ধারে,
প্রচন্ড সুখ -আকাঙক্ষা নিয়ে
দাঁড়িয়েছিলাম ; তোমারই অপেক্ষায়।
নীল পাঞ্জাবীতে সিক্ত হয়ে,
উজ্জ্বল দুটো চোখ আর মিষ্টি হাসিতে,
এক বুক ভালোবাসা নিয়ে এসেছিলে
সেদিন তুমি রিক্ত হাতে।
 
দূরের দুটো শালিকের ক্ষণকাল ধরে
বৃষ্টিস্নাত সবুজ  গাছের ডালে
অভিমানে চুপচাপ  বসে থাকা।
ভিজছে দুজন অবিরাম জলে
উড়ে যেতে ঝটপট করছে পাখা।
 
বৃষ্টির ফোঁটা ফোঁটা জলের সাথে
দু'চোখের অশ্রু বিন্দু,
মিলে মিশে একাকার হওয়াতে ;
হঠাৎ টেনে নিলে অভিমান ভাংঙাতে
তোমার দু'হাতের বাহুতে।
 
অভিমানে রাংঙা ঠোঁট দেখে,
বলেছিলে আমায়,
তুমি বড্ড অভিমানী!
 
এখন কদম ফুলের রাজবাগানে
বসে থাকি দোলনার ঘরে।
তোমার  শত ব্যস্ততার ভিড়ে
অভিমানের ভাষা গিয়েছি ভুলে।
রাংঙা ঠোটঁ  দুটো উল্টে গেলে,
দুর থেকে বলো আমারে,
কদম ফুলের বাগান দিয়েছি তোমারে।
তবু কেন এত অভিমানী?

আরও পড়ুন