মালদ্বীপে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা

news paper

সকালের সময় ডেস্ক

প্রকাশিত: ২২-৫-২০২২ সকাল ৯:৯

6Views

মাত্র ৫ লাখ জনসংখ্যার দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। দেশটিতে লক্ষাধিক বাংলাদেশি বসবাস করেন। পর্যটননির্ভর অর্থনীতির দেশ মালদ্বীপে বর্তমানে বৈধ-অবৈধ মিলিয়ে মোট কতজন বাংলাদেশি কর্মী কাজ করছেন, তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও দেশটিতে ৫০ হাজারের বেশি অবৈধ বাংলাদেশি কর্মী অবৈধভাবে কাজ করছেন। এসব অনিবন্ধিত কর্মীকে বৈধকরণ সুযোগ গ্রহণ করে ওয়ার্ক পারমিট নেয়ার সুযোগ দিচ্ছে মালদ্বীপ সরকার। শনিবার (২১ মে) রাতে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের এক জরুরি বিজ্ঞপ্তিতে এমনই তথ্য জানানো হয়েছে। 

হাইকমিশনের জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মালদ্বীপে বসবাসরত আনডকুমেন্টড প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ইকোনোমিক ডেভলপমেন্ট মিনিস্ট্রির আওতায় বৈধকরণ প্রক্রিয়া বর্তমানে চালু রয়েছে। যাদের বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট নেই তাদের দ্রুততার সঙ্গে ভিসা/ওয়ার্ক পারমিট সংগ্রহ করে মালদ্বীপে বৈধভাবে কাজ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বৈধকরণ প্রক্রিয়ার সুযোগে যদি কেউভিসা বা ওয়ার্ক পারমিট সংগ্রহ না করেন তবে তার বিরুদ্ধে মালদ্বীপের আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। এমন অবস্থায় শাস্তি এড়াতে আনডকুমেন্টেড প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জরুরিভিত্তিতে বৈধকরণ প্রক্রিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিট সংগ্রহ করার অনুরোধ করা হলো।

উল্লেখ্য, বৈধকরণের জন্য বর্তমানে যে যেখানে কাজ করছে সেই মালিককে ইকোনোমিক ডেভলপমেন্ট মিনিস্ট্রিতে আবেদন করতে হবে। এ বিষয়ে তথ্যের প্রয়োজন হলে ইকোনোমিক ডেভলপমেন্ট মিনিস্ট্রি (ফোন ১৫০০) (ই-মেইল xpat@1500help.mv) বা বাংলাদেশ হাইকমিশনে (৩৩২০৮৫৯) (ভাইবার ৭৬১৬৬৩৬) যোগাযোগ করতে বলা হয়েছে।


আরও পড়ুন