গার্দিওলার বিশ্বাস, লিগ জেতা চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেয়ে কঠিন

news paper

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১-৫-২০২২ দুপুর ১২:২৬

3Views

কোচিং ক্যারিয়ারে লিগ শিরোপা কম জেতেননি পেপ গার্দিওলা। আরেকটু স্পষ্ট করে বললে, ক্যারিয়ারের ১২ মৌসুমের ৯টিতেই মৌসুম শেষ করেছেন অন্তত একটা লিগ জিতে। প্রিমিয়ার লিগেই তার সাফল্যের হারটা একটু 'কম', ৫ মৌসুমে লিগ জিততে পারেননি দুই মৌসুমে। লিগে যার সাফল্যের হার এমন, সেই গার্দিওলাই মানছেন, লিগ জেতাটা চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেয়েও কঠিন। 

লিগের চূড়ায় আছে তার দল ম্যানচেস্টার সিটি।  তবে দুইয়ে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধানটা কেবল এক পয়েন্টের। সেটা ধরে রাখতে পারলেই কেল্লাফতে। জয়, ড্র, কিংবা হার, যে কোনোভাবেই গার্দিওলার দল জিততে পারে লিগ। জয় হলে তো কথাই নেই, অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ ম্যাচে যদি ড্র করে সিটি, সেক্ষেত্রে লিভারপুলকেও পয়েন্ট খোয়াতে হবে। সিটি আর লিভারপুল দুই দল হারলে তবে শিরোপাটা যাবে ম্যানচেস্টারের আকাশী অংশে। তবে চলতি মৌসুমে দুই দলের যা গতিপ্রকৃতি, তাতে সবশেষ উল্লিখিত পরিস্থিতিটা না দেখার সম্ভাবনাটাই বেশি। 

কাল রাতে গার্দিওলার লিগ শিরোপার সংখ্যাটা দুই অঙ্কে দারুণ সম্ভাবনাই আছে। তবে সেই তুলনায় সাবেক বার্সা অধিনায়কের চ্যাম্পিয়ন্স লিগের খাতাটা বেশ বিবর্ণই। দুটো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন ক্যারিয়ারের প্রথম তিন মৌসুমে, এরপর আরও দশ বছর কাটিয়ে ফেললেও ইউরোপসেরা আর হতে পারেনি তার দল। 

সবচেয়ে কাছে গিয়েছিলেন গত বছর। গেল বছর তার দল ম্যানচেস্টার সিটি উঠে গিয়েছিল ফাইনালে। তবে শেষ অঙ্কটা আর মেলাতে পারেননি তিনি। এবার তার এক ধাপ আগেই থামতে হয়েছে তার দলকে। 

তবু গার্দিওলার চোখে লিগ জেতাটাই বেশি কঠিন। প্রিমিয়ার লিগ আর ইউরোপসেরার লড়াইয়ের কোনটা কঠিন, এমন এক প্রশ্নের জবাবে বললেন, 'প্রিমিয়ার লিগটা জেতাই বেশি কঠিন (চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেয়ে)।'

কেন কঠিন, সেটাও ব্যাখ্যা করলেন সঙ্গে সঙ্গেই। বললেন, 'এখানে অনেক সপ্তাহ, অনেক ম্যাচ, অনেক চোটাঘাত, ভালো-খারাপ সময়, ভিন্ন ভিন্ন পরিস্থিতি আসে… এভাবেই সাফল্য এসেছে শেষ কিছু বছরে। প্রিমিয়ার লিগের জন্য লড়াই করার কারণেই দিনের পর দিন ড্রেসিং রুমে যাওয়াটাকে যথার্থ মনে হয়।'

তাই বলে চ্যাম্পিয়ন্স লিগকে একেবারে ফেলনাও মনে করছেন না, 'আমি বলছি না যে চ্যাম্পিয়ন্স লিগ গুরুত্বপূর্ণ নয়।' এরপর আবার ঘুরেফিরে লিগের মাহাত্ম্যই ঝরে পড়ল তার কণ্ঠে, 'পরের সপ্তাহে প্যারিসে থাকতে পারলে ভালো লাগত, তবে ৩৮ ম্যাচ জেতা ৬-৭টা ম্যাচ জেতার চেয়ে আলাদা। তবে সেটাও খারাপ নয়।'

শেষ ম্যাচে সব হিসেবের ঊর্ধ্বে থাকতে হলে সিটিকে জিততে হবে। গার্দিওলা চাইছেন নিজেদের কাজটা নিজেরাই সারতে। বললেন, 'আমরা জেতার জন্য খেলি, কিন্তু কিছু বিষয় আছে যার নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। গেল মাসে যেমন খেলেছি, সেভাবেই খেলতে হবে। একটা ম্যাচেরই ব্যাপার, নতুন কিছুই করার প্রয়োজন নেই আমাদের।'


আরও পড়ুন