২০ বছরের মধ্যে রাশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

news paper

সকালের সময় ডেস্ক

প্রকাশিত: ১৫-৫-২০২২ দুপুর ১২:৩৯

3Views

ইউক্রেনে হামলার পরিণতি হিসেবে রাশিয়ায় মূল্যস্ফীতির হার গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এপ্রিলে দেশটির বার্ষিক গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮ শতাংশ। রাশিয়ার জাতীয় পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাট সম্প্রতি এ পরিসংখ্যান প্রকাশ করেছে। খবর এএফপির।

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এ বছর মূল্যস্ফীতি ২৩ শতাংশে পৌঁছাতে পারে। ২০২৪ সালে তা কমে ৪ শতাংশে নামতে পারে। রোসস্ট্যাট জানিয়েছে, এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ২০ দশমিক ৫ শতাংশ। কোনো কোনো খাদ্যপণ্যের দাম ৩০ শতাংশ বেড়েছে।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে। এরপর পশ্চিমা দেশগুলো রপ্তানিসহ নানা ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করছে। রাশিয়ায় আগে থেকেই মূল্যস্ফীতি বাড়ছিল। এর কারণ ছিল, করোনা-পরবর্তী চাহিদা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বেড়ে যাওয়া। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাতে বাড়তি মাত্রা যোগ করেছে।

যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, তাদের ওপর নিষেধাজ্ঞার কারণে পশ্চিমারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।


আরও পড়ুন