চৌদ্দগ্রামে টর্নেডোর আঘাতে মসজিদ-মাদরাসাসহ বাড়িঘর লণ্ডভণ্ড

news paper

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম

প্রকাশিত: ১৪-৫-২০২২ দুপুর ৩:১৮

29Views

কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ও শালুকিয়া এলাকায় টর্নেডোর আঘাতে মসজিদ-মাদরাসাসহ কয়েকটি বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। এ সময় ঝড়ো বাতাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর ছোট-বড় অসংখ্য গাছপালা ভেঙে পড়ায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কর ওপর থেকে ভেঙে পড়া গাছপালাগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

জানা গেছে, শুক্রবার (১৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ও শালুকিয়া এলাকায় হঠাৎ করে টর্নেডো আঘাত হানে। এ সময় আমানগন্ডা দক্ষিণ-পশ্চিম পাড়ার মসজিদে জান্নাত (পাঞ্জেগানা মসজিদ), ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকসংলগ্ন গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসা কমপ্লেক্সের টিনশেড ভবনটি দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া একই এলাকার আরো প্রায় ১৫-২০টি টিনশেড ঘরসহ বিভিন্ন গাছপালা ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফয়েজ আহম্মেদ জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় টর্নেডোর আঘাতে গাছপালা ভেঙে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর পড়লে রাস্তা বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক থেকে গাছপালা সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় স্থানীয় মসজিদ-মাদরাসাসহ সাধারণ মানুষের বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লাখ টাকা হতে পারে।


আরও পড়ুন