বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার ময়মনসিংহ বিভাগীয় শাখার উদ্যোগে মানববন্ধন

news paper

প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ

প্রকাশিত: ১৪-৫-২০২২ দুপুর ৩:১৮

6Views

‘বেতন চাই, ভাতা চাই, স্থায়ী একটা চাকরি চাই’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার ময়মনসিংহ বিভাগ শাখার উদ্যোগে সারা বাংলাদেশের সাড়ে চার হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টার কর্মরতরা ১৯৭২ সালের পর থেকে সরকারি প্রকল্পের নিয়মানুসারে বেতন স্কেল ও রাজস্বখাতে স্থানান্তরের নীতিমালার দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় এক মানববন্ধন কর্মসূচি  অনুষ্ঠিত  হয়েছে।

মানববন্ধনে বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আহ্বায়ক শেখ আব্দুল্লাহ আল আমিন, বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সচিব মো. এমদাদুল হক, বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার ময়মনসিংহ জেলা শাখা সভাপতি ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মো. নজরুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. হাসিম উদ্দিন, নাহিদ হাসান উদ্যোক্তা, ১নং অষ্টধার ইউনিয়ন ডিজিটাল সেন্টার সদর ময়মনসিংহ প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার ময়মনসিংহ বিভাগীয় শাখার সভাপতি মো. আল-আমিন। পরিচালনা করেন বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার ময়মনসিংহ বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান হৃদয়।

মানববন্ধনে বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার ফুলবাড়িয়া উপজেলা, মুক্তাগাছা, ত্রিশাল, ভালুকা, গফরগাঁও, নেত্রকোনা জেলা, জামালপুর জেলা, মেলান্দহ উপজেলা, সরিষাবাড়ী উপজেলা, ইসলামপুর উপজেলা , শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ  অংশগ্রহণ করেন।


আরও পড়ুন