সীতাকুণ্ডে সী গোল্ড ফিলিং স্টেশন থেকে কোটি টাকা মূল্যের জেনারেটর চুরির অভিযোগ

news paper

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত: ১৪-৫-২০২২ দুপুর ৩:১১

9Views

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাতের আঁধারে সী গোল্ড পেট্রোল পাম্প থেকে কোটি টাকা মূল্যের জেনারেটর চুরির অভিযোগ পাওয়া গেছে।
 
অভিযোগ সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার সী গোল্ড ফিলিং স্টেশন থেকে গত ১ মে রাতের আঁধারে ডোরম্যান জার্মানি নামক একটি ৫৮০ কেভি জেনারেটর, প্যানেল বোর্ড ও আনুষঙ্গিক যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র।  গত বৃহস্পতিবার উপজেলার চেয়ারম্যানঘাটা এলাকার মোহাম্মদ লোকমান ও মোহাম্মদ আলীর ডিপোতে চুরিকৃত জেনারেটর ও মালামালের সন্ধান পেয়েছেন মালিক পক্ষ। এ বিষয়ে গতকাল সীতাকুণ্ড মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সী গোল্ড ফিলিং স্টেশনের মালিক আল-আমিন পারভেজ দীপ্ত। 
 
আল-আমিন পারভেজ দীপ্ত জানান, জেনেরেটর চুরির ঘটনার সাথে জড়িত মো. সিরাজুল ইসলাম, মো. এয়াকুব কাউছার বাপ্পি, মো. মানিক ও মো. রাসেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগের কপি জমা নেয়ার পর কোনো রিসিভিং কপি দিতে অস্বীকৃতি জানান ডিউটি অফিসার।
 
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, জেনারেটরটির মালিকানা দাবি করছেন দুপক্ষ। তাই জেনারেটরটি আসলে কার তা জানতে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

আরও পড়ুন