লালমোহনে ৪ দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা

news paper

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৪-৫-২০২২ দুপুর ৩:১১

5Views

ভোলার লালমোহনে সয়াবিন তেল মজুদ, পূর্বের দর ঘষামাজা করে বেশি দামে বিক্রির কারণে ৪ দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত লালমোহন বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।
 
দোকানগুলো হলো- রবিণ বাণিজ্য বিতান, মতিন স্টোর, মা স্টোর ও হাওলাদার স্টোর। হাওলাদার স্টোর থেকে প্রায় ৩০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করে ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
 
এদিকে, লালমোহন বাজারের যানজট নিরসনের লক্ষ্যে ফুটপাথ দখলমুক্ত ও বাজারের চৌরাস্তায় থাকা বোরাক ও মোটরসাইকেলের অবৈধ স্ট্যান্ড সরাতে মাইকিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা। পরে সয়াবিনের অবৈধ মজুদ বন্ধে বাজারের কয়েকটি মুদি দোকানের গোডাউন পরিদর্শন করেন তিনি। 
 
এ সময় উপস্থিত ছিলেন- লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম মাসুদ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক আলী আহম্মদ বেপারীসহ অনেকে।

আরও পড়ুন